মৃত্যু বিপণনকারী বিএটিবি পেলো স্বর্ণপদক!

উৎপাদন খাতে সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছ কর্পোরেট কালচার প্রতিষ্ঠার জন্য ইনস্টিটিউট অব চাটার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর পক্ষ থেকে সম্প্রতি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিকে স্বর্ণপদক প্রদান করা হয়েছে। তামাক উৎপাদনকারী যেকোনো প্রতিষ্ঠানকে সরকারীভাবে এ ধরনের পুরস্কার প্রদান মৃত্যুবিপণনকে উৎসাহিত করে, যা কোনোভাবেই আমাদের কাম্য নয়। একদিকে সরকার তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন এবং বর্ধিত করারোপের মাধ্যমে তামাকজনিত ক্ষয়-ক্ষতি তথা মৃত্যুরোধের চেষ্টা করছে। অন্যদিকে তামাক কোম্পানিগুলোকে বিভিন্ন সময় বিভিন্ন উছিলায় পুরস্কৃত করে কার্যত সরকারীভাবে মৃত্যুবিপণনকে উৎসাহিত করছে, যা সরকারের দৈতনীতির পরিচয় বহন করে। জনস্বাস্থ্য সবার উপরে এবং তা সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের। জনস্বার্থে এধরনের কার্যক্রম বন্ধ করা হোক।

About Tobacco Industry Watch

House 6 (3rd Floor, East Side), Main Road 3, Block A, Section 11, Mirpur, Dhaka-1216
Tel: +88-02-9005553, Fax : +88-02-8060751,
URL : www.tobaccoindustrywatchbd.org, Skype ID: progga.bd

Email: progga.bd@gmail.com, info@tobaccoindustrywatchbd.org