বন্ধ করা যাচ্ছে না বিএটিবির ‘মৃত্যু বিপণন প্রতিযোগিতা’
বন্ধ করা যাচ্ছে না ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)-এর বেআইনি প্রতিযোগিতা ‘ব্যাটল অব মাইন্ড’। আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে ২০১৬-এর গ্র্যান্ড ফিনাল। মূলত প্রশাসনের উদাসীনতার কারণেই প্রতিবছর এ আয়োজন করতে পারছে বিএটিবি। ব্র্যান্ড প্রমোশন, তরুণ প্রজন্মকে ধূমপানে আকৃষ্ট করা এবং নীতি প্রণেতাদের প্রভাবিত করতেই প্রতিবছর এই মৃত্যু বিপণন প্রতিযোগিতা আয়োজন করা হয়।
টোবাকো ইন্ডাস্ট্রি ওয়াচ বিডি টিম @ প্রজ্ঞা থেকে পাঠানো এক বিবৃতিতে এমন অভিযোগ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইতোমধ্যে বিএটিবি রেজিস্ট্রেশন ও বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সারাদেশ থেকে ২০০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনয়ন দিয়েছে। গত ১২ বছরে (২০০৪- ২০১৫) বিএটিবি কর্মসংস্থানের নামে প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে মাত্র ১০০ জনকে চাকরি দিয়েছে। অথচ এ সংক্রান্ত প্রচার-প্রচারণা ও অনুষ্ঠান আয়োজনে ব্যয় করেছে কোটি কোটি টাকা।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০১৩) এর ৫(গ) ধারায় তামাক কোম্পানির নাম, সাইন, ট্রেডমার্ক, প্রতীক ব্যবহার করে এ ধরনের কোনও প্রতিযোগিতা অনুষ্ঠানের ব্যয়ভার বহন ও পুরস্কার প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি আইনের এই ধারা লংঘন করলে অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড বা অনুর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান বলবৎ আছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই অবৈধ প্রতিযোগিতা বন্ধে সরকারের আইনি পদক্ষেপ অত্যন্ত জরুরি। তরুণ প্রজন্মকে রক্ষায় বহুজাতিক তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) এর বেআইনি প্রতিযোগিতা ‘ব্যাটল অব মাইন্ড ২০১৬’ বন্ধ করা হোক- এমন দাবি করা হয়েছে বিবৃতিতে।
Source:bangla tribune, 17 october, 2016