লালমনিরহাটে কৃষকদের মিছিল-সমাবেশ
লালমনিরহাট: তামাকের বিকল্প ফসল চাষের পক্ষে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন লালমনিরহাটের বিক্ষুব্ধ কৃষকরা।
মঙ্গলবার দুপুরে তামাক চাষ নিরুৎসাহিতকরণে রাষ্ট্রীয়ভাবে নীতিমালা প্রণয়নের দাবিতে শহরের বিডিআর গেট মুক্তমঞ্চ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন কৃষকরা।
র্যালিটি শহর প্রদক্ষিণ করে মিশন মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন কৃষকরা।
মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা জানান, সরকারের দেওয়া কোটি কোটি টাকার ভর্তুকিকৃত সার ও সেচ সুবিধা ব্যবহার করে বছরের পর বছর মুনাফা লুটে নিচ্ছে তামাক কোম্পানিগুলো। একইসঙ্গে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারের মাধ্যমে জমির উর্বরাশক্তিও মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে। এতে খাদ্য উৎপাদন কমে যাচ্ছে।
এ থেকে উত্তরণে তামাক চাষ নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করে কৃষকদের সুরক্ষা, রবিশস্য উৎপাদনে সরকারিভাবে সার, বীজ ও কীটনাশক প্রদান এবং উৎপাদিত বিভিন্ন শস্যের ন্যায্যমূল্য নির্ধারণের দাবি জানান তারা।
মানববন্ধনে বিক্ষুব্ধ কৃষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, কৃষক আমিনুর রহমান, পরেশ চন্দ্র রায়, রবিউল ইসলাম, নোসার উদ্দিন, কৃষ্ণ বর্মণ প্রমুখ।
Source:banglanews24,ডিসেম্বর ০২, ২০১৪