তাৎক্ষণিক লাভের আশায় কৃষক তামাক চাষে ঝুঁকছে
কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী তামাক চাষের ব্যাপরারে গত ৮ জুলাই যুগান্তরকে বলেন, তামাক কোম্পানিগুলোর প্রলোভনে পড়ে স্থানীয় কৃষকদের যেটুকু জমি আছে তার মধ্যে ধান ও সবজির পাশাপাশি তামাক চাষ করছে। অবশ্য তামাক কোম্পানিগুলোর নগদ টাকা পেয়ে প্রলোভনে অনেক কৃষক এ কাজ করছে। সেখানে আমরা সবজি, ভুট্টাসহ অন্যান্য ফসলে যাওয়ার চেষ্টা করছি। ভুট্টা থেকে আটা হচ্ছে, গো-খাদ্য, হাস-মুরগির খাদ্যও তৈরি হচ্ছে। এছাড়া এটির খড়ি জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে। ভুট্টার পাতা গরুর খাবার হিসেবে ব্যবহার হচ্ছে। এসব কারণে আমরা স্থানীয় কৃষকদের তামাকের পরিবর্তে শাক-সবজি চাষে উৎসাহিত করছি।
কিছু জমিতে ভুট্টা চাষের ব্যাপক সুযোগ রয়েছে। সেগুলো চাষ করার উপরও গুরুত্ব দিচ্ছি। কিন্তু কৃষকরা তাৎক্ষণিক লাভের আশায় তামাক চাষের দিকে বেশি ঝুঁকে পড়ছেন। জমির স্বাস্থ্য রক্ষায় তামাক চাষ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
Source:যুগান্তর রিপোর্ট,প্রকাশ : ০৩ আগস্ট, ২০১৪