রাজধানীর কলাবাগানস্থ ডিপার্টমেন্টাল স্টোরগুলো আবারও লঙ্ঘন করছে তামাক নিয়ন্ত্রণ আইন
সম্প্র্রতি রাজধানীর কলাবাগান এলাকায় বিভিন্ন দোকানে আবারও দেখা যাচ্ছে সুদৃশ্য কাচের বক্সে সাজানো মার্লবোরো সিগারেটের প্রদর্শনী। অথচ কিছুদিন আগেই ভ্রাম্যমাণ্য আদালত রাজধানীর বিভিন্ন এলাকার কয়েকটি দোকান কর্তৃপক্ষকে তামাক কোম্পানির দেয়া বক্সে সিগারেট প্রদর্শনীর জন্য আর্থিক জরিমানা করে। জরিমানা সত্ত্বেও পুনরায় দোকানে এ ধরনের সিগারেটের বাক্স কেন রাখা হয়েছে, টোব্যাকো ইন্ড্রাস্টি ওয়াচ বিডি টিমের এমন প্রশ্নের উত্তরে একজন দোকানি জানান, কোম্পানির লোকেরাই এগুলো আবার লাগিয়ে দিয়ে বলে গেছে দোকানিদের আর সমস্যা হবেনা। সিগারেট কোম্পানি এগুলো বিতরণের অনুমতি পেয়েছে। প্রশ্ন হচ্ছে সিগারেট কোম্পানিকে কারা এই অনুমতি দিল? ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এর ধারা ৫ এর দফা ছ-তে উল্লেখ রয়েছে, ‘তামাকজাত দ্রব্যের বিক্রয়স্থলে (point of sales) যে কোন উপায়ে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করিবেন না বা করাইবেন না’।
অতএব তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সিগারেটের এ ধরনের আকর্ষণীয় প্রদর্শনী সরাসরি আইনের লঙ্ঘন