সাংসদের বাড়ীতে বিএটিবি’র বিশুদ্ধ পানির প্লান্ট
সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর (সিএসআর) আড়ালে সরকারের গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারকদের বাড়ীতে বিশুদ্ধ পানির প্লান্ট স্থাপনের মাধ্যমে ব্যবসায়িক সুবিধা আদায় ও কোম্পানির প্রচারণা চালাচ্ছে বহুজাতিক তামাক কোম্পানি বিট্রিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)। দেশের আর্সেনিক ঝুঁকিপূর্ণ এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের নামে এ কাজ করছে তারা। গত ৭ সেপ্টেম্বর কুষ্টিয়ার পিটিআই সড়কে নিজ বাড়ির সামনে ‘প্রবাহ’ কর্মসূচির আওতায় স্থাপিত একটি প্লান্ট উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। অনুষ্ঠানে বিএটিবি’র উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তামাক কোম্পানির পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণের বিধান থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না। এভাবেই কৌশলে তামাক কোম্পানিগুলো তাদের বিষাক্ত পণ্যের প্রচার-প্রচারণা ও বাজার সম্প্রসারণের কাজ করে চলছে। জনস্বাস্থ্যের বিবেচনায় তামাক কোম্পানির এসব কর্মকান্ড কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা জরুরি।
(তথ্যসুত্র: টোব্যাকো ইন্ড্রাস্টি ওয়াচ বিডি @ প্রজ্ঞা)