তামাকের বিজ্ঞাপনসহ ব্রিটিশ-আমেরিকান কোম্পানির কর্মী গ্রেফতার
তামাকের বিজ্ঞাপন স্থাপনের দায়ে বিজ্ঞাপনসহ ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানির কর্মী বিশ্বজিৎ সাহাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে খলিনা মহানগরীর কয়লাঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে তাকে গ্রেফতার করা হয়।
এসময় ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ (ব্যবহার) আইন-২০০৫ সংশোধনী-২০১৩ এর ৫ এর ‘ছ’ ধারায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
কয়লাঘাট কলিবাড়ি ঘাট এলাকার একটি সেল পয়েন্টে বেলা ১১টার দিকে বিশ্বজিৎ সাহা তামাকের বিজ্ঞাপন স্থাপনের কাজ করছিলেন। এসময়টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছিল।
বিশ্বজিৎকে তামাকের বিজ্ঞাপন স্থাপন করা অবস্থায় বিশ্বজিৎকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে খুলনা সদর থানার এএসআই সাইফুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তাকে গ্রেফতারের সঙ্গে তামাকের বিজ্ঞাপনটও জব্দ করা হয়। পরে সেটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নিয়ে পুড়িয়ে ধংস করা হয়।
উল্লেখ্য, জনস্বাস্থে্যর জন্য ক্ষতিকর তামাক বা তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রচার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নিষিদ্ধ রয়েছে।
Source: Bangla Tribune,সেপ্টেম্বর ১৮, ২০১৪