অবশেষে অবৈধ কনসার্ট স্থগিত করল বিএটিবি
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত কনসার্টটি শেষ পর্যন্ত স্থগিত করল বহুজাতিক তামাক কোম্পানি বিএটিবি। দেশে বিদ্যমান ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে বহুজাতিক তামাক কোম্পানি বিএটিবির কনসার্ট। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ছয় দিন ব্যাপি এই কনসার্ট আয়োজনের মূল উদ্দেশ্য বাংলাদেশের বাজারে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর নতুন সিগারেটের ব্রান্ড ফাইন কাট (Fine Cut) এর প্রচার-প্রচারণা চালানো। কনসার্টে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তরুণ শিক্ষার্থীদের। কনসার্টে আগত কিছু তরুণের সাথে কথা বলে জানা যায় এপেক্স, শর্মা হাউস, এইচটুও, আগোরা, মিনা বাজার, স্বপ্ন প্রভৃতি চেইন শপগুলোতে তরুণ ক্রেতাদের সাথে বিএটিবি’র মনোনীত বিক্রয় কর্মীরা ধূমপান বিষয়ে আলাপ করে এবং একটি ফর্ম পুরণ করতে দেয়। পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনুযায়ী আলাদা করে তাদের এই কনসার্টে অংশগ্রহনের আমন্ত্রণ এসএমএসের মাধ্যমে জানানো হয়। গত ১৯ সেপ্টেম্বর আমন্ত্রণ জানানো হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এরপর ২০ তারিখ এআইইউবি’র শিক্ষার্থীদের। এরই ধারাবাহিকতায় আজ ২১ সেপ্টেম্বর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কনসার্টে অংশগ্রহনের আমন্ত্রণ জানানো হলেও, বিএটিবি কর্তৃপক্ষ অনুষ্ঠানটি সন্ধ্যা ৭:০০টায় স্থগিত ঘোষণা করে। উল্লেখ্য, এন্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা'র সাংবাদিকবৃন্দ বিএটিবির আয়োজিত এই প্রমোশনাল কনসার্টের বিষয়ে খবর সংগ্রহে আজ ঘটনাস্থলে ভীড় করলে এক পর্যায়ে কনসার্টটির আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানটি স্থগিতের কথা জানানো হয়। তবে ২৪ সেপ্টেম্বর পর্যন্তই কনসার্টটি স্থগিত করা হয়েছে কিনা সে বিষয়ে উপস্থিত কেউই নিশ্চিত করেননি।
(সূত্র: টোব্যাকো ইন্ডাস্ট্রি ওয়াচ বিডি টিম @প্রজ্ঞা)