ফিলিপ মরিস এর মৃত্যুবিপণন ফাঁদে তারুণ্য
জমকালো রক সিটি কনসার্ট "রোড টু রক নেশন" আয়োজনের নামে রাজধানীর নামি-দামি ক্লাব/হোটেলে চলছে Marlboro সিগারেটের প্রচারণা। আয়োজক লাইভ স্কয়ার হলেও "ফিলিপ মরিস"এর বিজ্ঞাপন প্রচারই অনুষ্ঠনটির আসল উদ্দেশ্য। নগরীর ACCL (All community club Ltd)- এ গত ৭ নভেম্বর অনুষ্ঠিত হল Live-2 Rock city কনসার্ট। হল ঘরের ভেতরে ঢুকতেই দেখা গেল সুকৌশলে "ফিলিপ মরিস"এর বিজ্ঞাপন প্রচারণার দৃশ্য। তরুণীরা বিক্রি করছে Marlboro সিগারেট। প্রতি প্যাকেটে গিফ্ট হিসেবে থাকছে ফিলিপ মরিস এর লগো সম্বলিত লাল রং এর লাইটার। বদ্ধ ঘরে গানের সাথে সাথে চলছে তরুণ তরুণীদের ধূমপান। উল্লেখ্য, এবছর এপ্রিলে শুরু হওয়া 'রক নেশন','রক টাউন' ও 'রক সিটি' নামে রক ব্যান্ড দলগুলো নিয়ে প্রতিযোগিতামূলক এ অনুষ্ঠানটি বাছাই পর্ব শেষে ডিসেম্বরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চূড়ান্ত পর্ব অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। ধূমপান ও তামাকজাত দ্রব্য (ব্যবহার) (নিয়ন্ত্রণ) আইন (সংশোধন) ২০১৩-এর তোয়াক্কা না করে এভাবেই চলছে বহুজাতিক তামাক কোম্পানি ফিলিপ মরিস এর Marlboro সিগারেটের প্রচারণা। তামাকের ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে তামাক কোম্পানির এই মৃত্যুবিপণন প্রচেষ্টা বন্ধ করতে হবে।