বিকল্প জ্বালানীর অজুহাতে জমি দখল

ধৈঞ্চার আগুনে তামাকপাতা পোড়ানো যায় না। তামাক পাতা পোড়াতে চুল্লির আগুন যেভাবে দীর্ঘ সময় ধরে এবং নিরবচ্ছিন্নভাবে জ্বালিয়ে রাখতে হয়, ধৈঞ্চার মতো দ্রুত জ্বলনশীল জ্বালানী দিয়ে তা সম্ভব নয়। এজন্য প্রয়োজন বড় বড় গাছের গুড়ি (ছবি: ইনসেটে)। মূলত তামাক চাষের জন্য জমি দখলে রাখতেই তামাক কোম্পানিগুলো এভাবে সুকৌশলে কৃষকদের দিয়ে ধৈঞ্চার চাষ করাচ্ছে। উল্লেখ্য, ব্যক্তিগত বৃক্ষসম্পদ শেষ করে কৃষকরা এখন তামাক কোম্পানির সহযোগিতায় অবৈধভাবে সরকারি বনভূমি উজাড় করে চলছে। এবং একইসাথে তামাক কোম্পানিগুলো ধৈঞ্চা দিয়ে তামাকপাতা পোড়ানোর প্রচারণা চালিয়ে জনগণ ও নীতি-নির্ধারকদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।

তথ্যসূত্র: টোব্যাকো ইন্ডাস্ট্রি ওয়াচ বিডি টিম@প্রজ্ঞা

About Tobacco Industry Watch

House 6 (3rd Floor, East Side), Main Road 3, Block A, Section 11, Mirpur, Dhaka-1216
Tel: +88-02-9005553, Fax : +88-02-8060751,
URL : www.tobaccoindustrywatchbd.org, Skype ID: progga.bd

Email: progga.bd@gmail.com, info@tobaccoindustrywatchbd.org