স্পন্সর হিসেবে নাম সরাতে বাধ্য হলো ফিলিপ মরিস

সংবাদমাধ্যমের চাপে আইনি দায় এড়ানোর জন্য ‘রক নেশন’ কনসার্টের স্পন্সর হিসেবে লাইভ স্কয়ারের ওয়েবসাইটে www.thelivesquare.com ব্যবহৃত নাম সরিয়ে নিতে বাধ্য হয়েছে ফিলিপ মরিস।

তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তামাক কোম্পানি কর্তৃক কোন অনুষ্ঠানের ব্যয়ভার বহন নিষিদ্ধ মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে www.facebook.com/tobaccoindutrywatchbd প্রজ্ঞা ক্যাম্পেইন শুরু করলে সংবাদমাধ্যমও তাৎক্ষনিকভাবে কনসার্টের আয়োজক লাইভ স্কয়ারের সাথে কথা বলে এবং এ বিষয়ে বেশ কিছু রিপোর্ট প্রকাশ করে।

এসবের ফলশ্রুতিতে রোববার (১৫ মার্চ) স্পন্সর হিসেবে ফিলিপ মরিসের নাম সরিয়ে ফেলে আয়োজক প্রতিষ্ঠানটি।

Source:১৫ মার্চ ২০১৫,banglanews24.com

 

About Tobacco Industry Watch

House 6 (3rd Floor, East Side), Main Road 3, Block A, Section 11, Mirpur, Dhaka-1216
Tel: +88-02-9005553, Fax : +88-02-8060751,
URL : www.tobaccoindustrywatchbd.org, Skype ID: progga.bd

Email: progga.bd@gmail.com, info@tobaccoindustrywatchbd.org