রাজস্ব বোর্ডের ঘাড়ে তামাক কোম্পানির ভূত
রাষ্ট্রীয় কর কাঠামোকে প্রভাবিত করে সুবিধাজনক কর অব্যাহতি পেতে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে প্রাক-বাজেট আলোচনায় অংশগ্রহন করতে যাচ্ছে সিগারেট ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন। আগামী ১৫ এপ্রিল বুধবার সকাল ১০ ঘটিকায় রাজস্ব বোর্ডের সভাকক্ষে এ সভা অনুষ্ঠানের কথা রয়েছে। এর আগে গত ২২শে মার্চ বিএটি’বির চেয়ারম্যানসহ তিন সদস্যের প্রতিনিধি দল অর্থমন্ত্রীর সাথে সাক্ষাত করে আগামী ২০১৫-১৬ বাজেটে তামাকের বিদ্যমান কর কমানো, ধাপ পুনর্বিন্যাস ও বিদেশী সিগারেটের চোরাচালান বন্ধের দাবী জানান। উল্লেখ্য, গত বছর এপ্রিলে ২০১৪-১৫ বাজেটের আগে কর কমানোসহ নানাবিধ সুবিধা আদায়ের জন্য এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ জাতীয় রাজস্ব বোর্ডের তৎকালীন চেয়ারম্যানের সাথে গোপন বৈঠক করেছিল, যা গণমাধ্যমে ব্যাপকভাবে সমালোচিত হয়। এফসিটিসি’র আর্টিক্যাল ৫.৩ ভঙ্গ করে তামাক কোম্পানিগুলো যাতে এবারেও গোপন বৈঠক না করতে পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।
Source: Tobacco Industry Watch BD Team @PROGGA