উচ্ছেদ হলো বিদ্যালয় মাঠের সেই তামাক হাট
বাংলানিউজে সংবাদ প্রকাশের পর উচ্ছেদ হলো লালমনিরহাটের আদিতমারী উপজেলার বিদ্যালয় মাঠের আলোচিত সেই তামাকের হাট।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম সাপ্টিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়, সাপ্টিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় মাঠের ওই হাট উচ্ছেদ করেন।
এরআগে গত ২৩ এপ্রিল বাংলানিউজে ‘বিদ্যালয় মাঠে তামাকের হাট’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে বিদ্যালয় মাঠে তামাকের হাট না বসাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওই বিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেন। ওই চিঠির আলোকে
বিদ্যালয় পরিচালনা পর্ষদের বৈঠক করে হাট সরিয়ে নিতে ইজারাদারদের নির্দেশ দেয়।
এরপরও সোমবার (২৭ এপ্রিল) বিদ্যালয় মাঠে হাট বসানো হলে প্রধান শিক্ষকের অনুরোধে ইউএনও জহুরুল ইসলাম উপস্থিত হয়ে হাটটি উচ্ছেদ করেন।
এদিকে, বিদ্যালয় মাঠ থেকে তামাকের হাট সরিয়ে নেওয়ার ঘোষনায় স্বস্তি ফিরে এসেছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।
সাপ্টিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মো. তায়েজ উদ্দিন তাজু বাংলানিউজকে বলেন, উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা বিদ্যালয় মাঠ থেকে হাটটি উচ্ছেদ করেছি।
ইউএনও জহুরুল ইসলাম তামাকের হাট উচ্ছেদের সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলানিউজে খবরটি দেখে বিদ্যালয় কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছিল। সে অনুযায়ী সোমবার সরেজমিনে অভিযান চালিয়ে বিদ্যালয় মাঠ থেকে হাটটি উচ্ছেদ করা হয়েছে।
আগামীতে হাট বসালে ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
Source:banglanews24.com,২৭ এপ্রিল ২০১৫