লামায় ফসলের জমি ও প্রাকৃতিক পরিবেশ নষ্ট হতে যাচ্ছে তামাক চাষে

পার্বত্য বান্দরবান লামায় সবুজ পাহাড়ের লীলা ভূমিতে অনেক এলাকায় চাষীরা আবারও তামাক চাষের ঝুকছে ফসলের জমিতে। লামা উপজেলার পৌরসভা ও কয়েকটি ইউনিয়নে শত শত হেক্টর জমিতে এখন তামাকের আগ্রাসনে জন্য জমি প্রস্তুত করা হচ্ছে, যার ফলে ফসলি জমি তামাক চাষের কারণে মারাত্মক হুমকির মুখে পড়তে যাচ্ছে প্রাকৃতিক পরিবেশের।

লামায় ফসলের জমি ও প্রাকৃতিক পরিবেশ নষ্ট হতে যাচ্ছে তামাক চাষেপাহাড়ি অঞ্চলের যে সব জমিতে আগে ধান, শাক-সবজি, তরমুজ, আলু আবাদ করা হতো সেসব জমিতে তামাক চাষের জন্য কৃষকরা ব্যস্ত হয়ে উঠতে শুরু করেছে। তামাক চাষের কারণে দিন দিন গ্রাসের পথে প্রাকৃতিক পরিবেশ অন্যদিকে ক্রমান্বয়ে বিলিন হতে যাচ্ছে শত শত হেক্টর ফসলি জমি।

সচেত সমাজ মনে করছে,ক্ষতিকারক তামাক চাষবাদ যদি বেড়ে যায়,তাহলে আগের তুলনায় দশগুণ খাদ্য শস্য উৎপাদন হ্রাস পাবে। তাই পাহাড়ি এলাকায় এখন থেকে শুরু হবে প্রাকৃতিক পরিবেশের গাছ কাঁটার মহোৎসব চাষকৃত তামাক পোড়ানোর জন্য, যার প্রভাব পড়বে পশু-পাখি খাদ্য সংগ্রহে আর অন্য দিকে তামাকের চাষাবাদে পাহাড়ি এলাকায় দিন দিন খাদ্য সংকট প্রকট দেখা দেবে অতি শীঘ্রই, যার ফলে ফসলের জমিতে তামাক চাষাবাদে বাজারের বিক্রয়কৃত সকল সবজির দাম এখন থেকে বেড়ে যেতে শুরু করেছে।

স্থানীয় চাষীরা জানায়, প্রতি বছর (বৃটিশ আমেরিকান ,আবুল খায়েল , ঢাকা ও নাছির) ট্যোবাকো কোম্পানিগুলো কৃষকদের বেশি টাকার প্রলোভন দেখিয়ে তামাক চাষে আগ্রহী করে তুলছে। তামাক চাষের জন্য চাষীদের অর্থ, বীজ, সার ও কীটনাশক সরবরাহ করে দিচ্ছে এসব কোম্পানিগুলো। তাছাড়া তামাক কিনে নেওয়াার নিশ্চিয়তা দেওয়ার অধিক লাভের কারণে নিষিদ্ধ তামাক চাষের দিকে ঝুঁকছে হাজার হাজার সাধারণ কৃষক। বর্তমানে যদি তামাক চাষ করা হয়, তাহলে ফসলের জমির মাটি উর্বরতা শক্তি যেমন হ্রাস পাচ্ছে তেমনি বিপর্যয়ের মুখে পড়বে প্রাকৃতিক পরিবেশও।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মো. রুস্তম আলী জানান, লামা উপজেলার এ বছরও পৌরসভা ও কয়েকটি ইউনিয়নে শত শত হেক্টর জমিতে আশষ্কাজনক ভাবে তামাক চাষ করার জন্য কৃষকরা ফসলি জমি প্রস্তুত করতে দেখা দিয়েছে । তবে কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করার জন্য আমরা গত কয়েক বছর ধরে নানা ধরনের উদ্যোগ নিয়েও কোন সুফল পাওয়া যায়নি। সামনে আরো বাড়তে পারে বলে আশষ্কা করা হচ্ছে।

Source: uniquenews24.com,নভেম্বর ২১,২০১৫

About Tobacco Industry Watch

House 6 (3rd Floor, East Side), Main Road 3, Block A, Section 11, Mirpur, Dhaka-1216
Tel: +88-02-9005553, Fax : +88-02-8060751,
URL : www.tobaccoindustrywatchbd.org, Skype ID: progga.bd

Email: progga.bd@gmail.com, info@tobaccoindustrywatchbd.org