শুল্কনীতি বাগে রাখতে শিল্পমন্ত্রীর সঙ্গে বসছে বিএটিবি

বাংলাদেশকে ২০৪০ সাল নাগাদ তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে তামাকের উপর বর্তমান শুল্ক-কাঠামো সহজ করে একটি শক্তিশালী তামাক শুল্ক-নীতি গ্রহণেরও নির্দেশনা দিয়েছেন তিনি।

ইতোমধ্যে ব্যবসার দোহাই দিয়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়কে পাশে রাখতে দৌড় শুরু করেছে তামাক কোম্পানিগুলো। বাজেট বৈঠক সূচিতে আগামী ২৪ এপ্রিল তামাক কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটিবি) বেশ আঁটঘাট বেঁধেই বসতে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বৈঠকে ১৯ মার্চ থেকে দেশে শুরু হওয়া তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র সতর্কবাণীর কারণে তামাক শিল্পে কেমন প্রভাব পড়ছে সে বিষয়টিও আলোচনায় আসতে পারে।

রোববার (২৭ মার্চ) টোব্যাকো ইন্ডাস্ট্রি ওয়াচ বিডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানায়, কোনো তামাক কোম্পানিই এখন পর্যন্ত আইনটি পুরোপুরি পালন করছে না।

বিজ্ঞপ্তিতে এফসিটিসি’র আর্টিকেল ৫.৩ এর নির্দেশনা অনুসরণ করে অর্থাৎ প্রকাশ্যে স্বচ্ছতার সঙ্গে গণমাধ্যমের উপস্থিতিতে শিল্পমন্ত্রীর সঙ্গে বিএটিবি’র বৈঠক করার দাবি জানানো হয়।

Source: banglanews24,মার্চ ২৭, ২০১৬

About Tobacco Industry Watch

House 6 (3rd Floor, East Side), Main Road 3, Block A, Section 11, Mirpur, Dhaka-1216
Tel: +88-02-9005553, Fax : +88-02-8060751,
URL : www.tobaccoindustrywatchbd.org, Skype ID: progga.bd

Email: progga.bd@gmail.com, info@tobaccoindustrywatchbd.org