বেঙ্গল উৎসবে আইন ভেঙে তামাকের প্রচারণার অভিযোগ
বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবস্থলে এবারও সিগারেট বিক্রয়কেন্দ্রসহ ধূমপান এলাকা (স্মোকিং জোন) স্থাপন করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)।
উৎসবস্থলে ও পাবলিক প্লেসে প্রকাশ্যে তামাক বিক্রি ও স্মোকিং জোন করা দেশের প্রচলিত ‘তামাক নিয়ন্ত্রণ আইন’-এ নিষেধ করা আছে। সেই দিক থেকে বিএটিবির এ পদক্ষেপকে আইনের লঙ্ঘন হিসেবে মনে করছেন অনেকে।
একই সঙ্গে অভিযোগ উঠেছে, উৎসবস্থলে সিগারেট বিক্রয়কেন্দ্র স্থাপনের মাধ্যমে বিএটিবি এই আয়োজনে তাদের প্রত্যক্ষ সম্পৃক্ততা প্রমাণ করেছে, যা ধূমপানের প্রচার-প্রচারণা বিধিবিরোধী।
বেঙ্গল সংগীত উৎসব অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় ধূমপানের সকল উপকরণ বহন নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলেই বিএটিবির সুসজ্জিত সিগারেট বিক্রয়স্থল সকল শ্রোতা-অতিথির দৃষ্টি আকর্ষণ করছে। ফলে এখানে বিক্রিও বেশি হতে দেখা যায়। অথচ এই অনুষ্ঠানস্থল বাংলাদেশ আর্মি স্টেডিয়াম একটি পাবলিক প্লেস এবং আইন অনুযায়ী ধূমপানমুক্ত এলাকা।
তামাক নিয়ন্ত্রণ আইন দ্বারা বাংলাদেশে যেকোনো উপায়ে তামাক পণ্যের বিজ্ঞাপন এবং প্রচার-প্রচারণা নিষিদ্ধ থাকায় সুচতুরভাবে নিজেদের প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছে এই বহুজাতিক তামাক কোম্পানিটি। বিএটিবির এই আইনবিরোধী কাজটি বন্ধে আইন বাস্তবায়নকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোরালো পদক্ষেপ কামনা করেছে দেশের তামাকবিরোধী জোটগুলো। তা না হলে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত তামাকমুক্ত বাংলাদেশ অর্জন সম্ভব হবে না বলে তাদের আশঙ্কা।
Source: risingbd.com, 27 November, 2016