News
বন্ধ করা যাচ্ছে না বিএটিবির ‘মৃত্যু বিপণন প্রতিযোগিতা’
18 October 2016
বন্ধ করা যাচ্ছে না ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)-এর বেআইনি প্রতিযোগিতা ‘ব্যাটল অব মাইন্ড’। আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে ২০১৬-এর গ্র্যান্ড ফিনাল।
লাভের আশায় তামাক চাষে নেমে মাথায় হাত
14 August 2016
অনেক ক্ষতি থাকলেও উচ্চ লাভের আশায় তামাক চাষে নেমে সর্বস্ব হারিয়েছেন কক্সবাজারের একদল কৃষক। এখন তারা বলছেন, কাড়ি কাড়ি টাকা দিলেও আর তামাক চাষে যাবেন না তারা।
তামাক পণ্যে ছবিযুক্ত সতর্কবার্তা বাধ্যতামূলক
20 March 2016
এখন থেকে সব ধরনের তামাক পণ্যের মোড়কে সচিত্র সতর্কবার্তার বাধ্যবাধকতা কার্যকর হলেও তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা বলছে, দুয়েকটি জর্দা কোম্পানি ছাড়া কোনো বিড়ি-সিগারেটের মোড়কে তা দেখা যায়নি।
মৃত্যু বিপণনকারী বিএটিবি পেলো স্বর্ণপদক!
8 December 2014
উৎপাদন খাতে সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছ কর্পোরেট কালচার প্রতিষ্ঠার জন্য ইনস্টিটিউট অব চাটার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর পক্ষ থেকে সম্প্রতি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিকে স্বর্ণপদক প্রদান করা হয়েছে