Sun Sun Sun Sun
E-newsletter: March 2019
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

প্রজ্ঞা এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স- আত্মা’র হস্তক্ষেপে বিডিজবস কর্তৃপক্ষ শেষ পর্যন্ত বিএটিবি এবং জেটিআই এর বিজ্ঞাপন সরিয়ে নিতে বাধ্য হয়েছে। বহুজাতিক কোম্পানি দুটি বিডিজবস এর হোম পেইজে হট জবস-এ নিজেদের ওয়েবসাইটের লিংকসহ বিজ্ঞাপন প্রদর্শন করে আসছিল। তরুণদের মধ্যে ব্রান্ড প্রমোশন চালাতেই তারা এধরনের কৌশল গ্রহণ করেছিল। কারণ প্রতিদিন লক্ষাধিক তরুণ ভিজিটর চাকরির খোঁজে একবার হলেও প্রবেশ করেন বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় এই জব সার্চ পোর্টালে। উল্লেখ্য, বাংলাদেশের তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তামাক কোম্পানির এধরনের বিজ্ঞাপন ও প্রচারণা আইনত নিষিদ্ধ। তারপরও, তারা নিত্যনতুন কৌশলে বিশেষত তরুণদের আকৃষ্ট করতে নানাবিধ কূটকৌশল অবলম্বন করে এধরনের বিজ্ঞাপন প্রচার করে আসছে। বহুজাতিক তামাক কোম্পানিগুলো এক্ষেত্রে বেশি আগ্রাসী। গ্যাটস ২০১৭ অনুযায়ী, প্রায় ৪০ শতাংশ মানুষ সিগারেটের বিজ্ঞাপন, প্রচারণা অথবা পৃষ্ঠপোষকতা দেখেছে যা খুবই উদ্বেগজনক।

তবে সামনের দিনগুলোতে তামাক কোম্পানির প্রচার-প্রচারণা ও বিজ্ঞাপন সংক্রান্ত আগ্রাসন আরো বাড়বে। জাপান টোব্যাকো ইতোমধ্যে ১.৫ বিলিয়ন এফডিআই নিয়ে বাংলাদেশে তামাকপণ্যের বাজারে প্রবেশ করেছে। শোনা যাচ্ছে চায়না টোব্যাকোও বাংলাদেশে তাদের বাজার সম্প্রসারণে আগ্রহী। ৪৯ শতাংশ তরুণ জনগোষ্ঠির এই দেশ এখন তামাক কোম্পানিগুলোর লোভনীয় বাজার। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ এখন ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ট’ যুগে রয়েছে, অর্থাৎ কর্মক্ষম জনগোষ্ঠির সংখ্যা এখন নির্ভরশীল জনগোষ্ঠির চেয়ে বেশি। এ জনসংখ্যা কোনো না কোনোভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে এবং দেশের জিডিপি প্রবৃদ্ধিতে অবদান রাখে। একটি জাতি সাধারণত একবারই এ সুযোগ পায়। অথচ তামাক ব্যবহারের ফলে এই কর্মক্ষম জনগোষ্ঠির একটা বড় অংশ অকালমৃত্যু এবং উৎপাদনশীলতা হারানোর ঝুঁকির মধ্যে রয়েছে, যা আমাদের ভবিষ্যত প্রজন্মকে হুমকির মধ্যে ফেলে দিবে। এ অবস্থায়, তামাক নিয়ন্ত্রণ আইনের পূর্ণ বাস্তবায়ন, এফসিটিসি আর্টিকেল ৫.৩ এর আলোকে নীতিমালা প্রণয়ন এবং তামাকখাতে বৈদেশিক বিনিয়োগ নিষিদ্ধকরণ হবে আমাদের ভবিষ্যত প্রজন্মের রক্ষাকবচ।