E-newsletter: December 2021 | ||||
জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top মৃত্যু বিপণন-১ Death Marketing-1 মৃত্যু বিপণন-২ Death Marketing-2 Death Marketing Around |
||||
জনস্বাস্থ্য সবার উপরে
“World Vapers' Alliance-কে দীর্ঘদিন ধরেই অর্থ সহায়তা দিয়ে আসছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)। আমেরিকার বিখ্যাত সংবাদমাধ্যম দ্য ডেইলি বিস্ট-এর অনুসন্ধানে জানা গেছে, ২০১৩ সাল থেকে ভেপিং ব্যবসায় নেমেছে বিএটি। ‘ওয়ার্ল্ড ভেপারস অ্যালায়েন্স’-কে সামনে রেখে ভেপিং ব্যবসার প্রসার ঘটানোই কোম্পানিটির মূল লক্ষ্য। আশঙ্কার কথা হলো বাংলাদেশে এই অ্যালায়েন্স-এর অফিসিয়াল পার্টনার হিসেবে সম্প্রতি কাজ শুরু করেছে ‘ভয়েস অফ ভেপারস বাংলাদেশ’। সংগঠনটি বাংলাদেশে ভেপিং সহায়ক নীতিমালা প্রণয়ন এবং স্বাধীন ইন্ডাষ্ট্রি প্রতিষ্ঠার জন্য প্রচারণা চালিয়ে আসছে এবং তামাকমুক্ত বাংলাদেশ গড়তে সিগারেটের বিকল্প হিসেবে ভেপিং কার্যকর ভূমিকা রাখতে পারে এমন বিভ্রান্তিকর বার্তা প্রচারের মাধ্যমে নীতি নির্ধারণী পর্যায়ে ই-সিগারেট নিষিদ্ধের দাবিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। উল্লেখ্য, স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর পণ্য বিবেচনায় ইতোমধ্যে ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ ৩২টি দেশ ই-সিগারেট নিষিদ্ধ করেছে। আইন সংশোধনের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশেও এসব পণ্যের উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ এবং বিক্রয় নিষিদ্ধ করতে হবে। |
||||