Sun Sun Sun Sun
E-newsletter: April 2019
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

মৃত্যু বিপণন-১

আইনে নিষিদ্ধ, তারপরও সংবাদপত্রে চলছে তামাকপণ্যের বিজ্ঞাপন!

সতর্কীকরণ বিজ্ঞপ্তির অজুহাতে ‘শাহী স্পেশাল জাফরানী’ জর্দার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে বিভাগীয় শহর বরিশালের একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকায়। অথচ বাংলাদেশের গণমাধ্যমে ২০০৫ সাল থেকে তামাকজাত দ্রব্যের যেকোন ধরনের বিজ্ঞাপন প্রকাশ আইনত নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এরপরও তামাক কোম্পানিগুলো বিভিন্ন কূটকৌশল ব্যবহার করে তাদের পণ্যের বিজ্ঞাপন প্রচারণা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, গ্যাটস ২০১৭ এর তথ্যমতে, বাংলাদেশে ধোঁয়াবিহীন তামাকপণ্য ব্যবহারকারী তুলনামূলক বেশি এবং এসব পণ্যের বিজ্ঞাপন প্রচারণা দেখেছে এমন মানুষের হার ২০০৯ এর তুলনায় ২০১৭ সালে ৪৭.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা খুবই উদ্বেগজনক। তামাক নিয়ন্ত্রণ আইনের কঠোর বাস্তবায়নের মাধ্যমে তামাকপণ্যের বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধ করতে হবে। এক্ষেত্রে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে।