E-newsletter: February 2014 | ||||
জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top মৃত্যু বিপণন-১ Death Marketing-1 মৃত্যু বিপণন-২ Death Marketing-2 Death Marketing Around |
||||
মৃত্যু বিপণন-২আইন অমান্য করে, খালি প্যাকেট প্রদর্শনীর মাধ্যমে চলছে কোম্পানির তামাক প্রচারণা!
তামাক কোম্পানির সরবরাহ করা খালি সিগারেটের প্যাকেট দিয়ে আকর্ষণীয়ভাবে সাজানো হচ্ছে বিভিন্ন দোকানের পাল্লা। এভাবেই সুকৌশলে চলছে তামাক কোম্পানির প্রচার-প্রচারণার মাধ্যমে ধূমপায়ীদের আকৃষ্ট করা তথা নতুন ধূমপায়ী সৃষ্টি করার কাজ। যদিও বাংলাদেশে `ধূমপান ও তামাকজাত পণ্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৩’ অনুসারে বিক্রয়কেন্দ্রে তামাকপণ্যের সবধরণের বিজ্ঞাপন নিষিদ্ধ। গত ১৮ ও ১৯ জানুয়ারি দেশের উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাসহ টাঙ্গাইল, মির্জাপুর ও ঢাকা জেলার কয়েকটি স্থান ঘুরে এসব বিজ্ঞাপন দেখা গেছে। উল্লেখ্য, এসব বিজ্ঞাপনের মধ্যে নেভী ও শেখ সিগারেটের প্যাকেটই ছিলো বেশি। [উৎস: ট্যোবাকো ইন্ডাস্ট্রি ওয়াচ বিডি টিম] |
||||