Sun Sun Sun Sun
E-newsletter: November 2019
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

মৃত্যু বিপণন-২

উল্টো পথে ইউজিসি! মানছেনা নিজেদের নির্দেশনা

সম্প্রতি বিএটিবি’র পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ‘ব্যাটল অব মাইন্ড ২০১৯’ প্রতিযোগিতার গ্রুমিং অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন- ইউজিসি এর একজন সদস্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তামাক কোম্পানি আয়োজিত এই অনুষ্ঠানে তার উপস্থিতি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ইউজিসির ভূমিকাকেই প্রশ্নবিদ্ধ করেছে। কারণ মাত্র কিছুদিন আগেই ‘ব্যাটল অব মাইন্ডস’ অনুষ্ঠানের আড়ালে তামাকের প্রচারণা বন্ধের নির্দেশ প্রদান করে একটি বিজ্ঞপ্তি জারি করে সংস্থাটি। বিএটিবি’র এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী। অথচ মাননীয় প্রধানমন্ত্রী তামাকের ভয়াবহ ক্ষতির বিষয়টি উপলব্ধি করে ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তামাক কোম্পানির অনুষ্ঠানে নীতিনির্ধারকদের অংশগ্রহণ তাদের মৃত্যুবিপণন কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব ছড়িয়ে দেয়, যা আমাদের দেশের জন্যই অমঙ্গল।