তামাক চাষে সার বিক্রিতে মানা হচ্ছে না সরকারী নির্দেশনা
ভর্তুকি মূল্যে সার বিক্রি করা যাবে না তামাক চাষীদের কাছে। তবে সরকারি এমন নিষেধাজ্ঞা মানা হচ্ছে না কুষ্টিয়ায়। সেখানে বিপুল অংকের টাকার আমদানি করা সার কিনতে ভর্তুকি সুবিধা পাচ্ছেন তামাক চাষীরা। ডিলাররা বলছেন, এমন কোনো নির্দেশনা জানা নেই তাদের। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। কুষ্টিয়ার দৌলতপুর, মিরপুর এবং ভেড়ামারায় ফসলের মাঠের চিত্র এখন এমনই। অথচ আশির দশকেও এ অঞ্চলের প্রধান ফসল ছিলো ধান, গম, আখ ও পাট। দিন দিন সেই জায়গা দখলে নিয়েছে বিষগাছ তামাক।