Sun Sun Sun Sun
E-newsletter: January 2015
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

এবারে মৃত্যুবিপণনকারী বিএটিবিকে পুরস্কৃত করলো আইসিএমএবি। উৎপাদন খাতে সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছ কর্পোরেট কালচার প্রতিষ্ঠার জন্য। গত ডিসেম্বরে একই বিষয়ে আইসিএসবি স্বর্ণপদক পেয়েছিল প্রতিষ্ঠানটি। তামাকের মতো মরণপণ্য উৎপাদন ও বিপণনে সুশাসন, স্বচ্ছতা বা জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং পুরস্কার প্রদান সত্যিই হাস্যকর। একইসাথে সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে এধরনের পুরস্কার প্রদান কার্যত সরকারের তামাক নিয়ন্ত্রণ প্রচেষ্টাকেই প্রশ্নবিদ্ধ করে। তামাক কোম্পানিও রাষ্ট্রযন্ত্রে ঢুকে তামাকবিরোধী নীতিমালা প্রণয়নে বাধা প্রদানের সুযোগ পায়। জানা গেছে সম্প্রতি তামাক কোম্পানি (মুদ্রণমালিক সমিতির ছদ্মাবেশে) স্বাস্থ্য মন্ত্রলায়ের সাথে বিধিমালা চূড়ান্তকরণ সংক্রান্ত সভা করে তামাকের প্যাকেটে ছবিযুক্ত সতর্কবাণী ছাপার মেয়াদ ৯ মাসের জায়গায় ১০ মাস আদায় করে নিয়েছে। বিধিমালার অন্যান্য ক্ষেত্রেও শেষ পর্যন্ত তামাক কোম্পানির স্বার্থই রক্ষিত হয় কিনা তা দেখার বিষয়। তবে আমাদের প্রত্যাশা আর কোন হস্তক্ষেপ ছাড়াই অতিদ্রুত সময়ে বিধিমালাটি সরকারি গেজেট আকারে প্রকাশিত হবে। একইভাবে তামাকচাষে তামাক কোম্পানির আগ্রাসন মোকাবেলার বিষয়টিকেও অগ্রাধিকার দিতে হবে এবং তামাকচাষ নিয়ন্ত্রণে একটি নীতিমালা প্রণয়নের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করে যেতে হবে। কারণ তামাকের যোগান নিয়ন্ত্রণ ছাড়া সার্বিক তামাক নিয়ন্ত্রণ কর্মকাণ্ড সফল হবে না।