Sun Sun Sun Sun
E-newsletter: February 2015
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

মুখের ক্যান্সারসহ ভয়াবহসব অসুখ সৃষ্টির অন্যতম এজেন্ট হিসেবে পরিচিত গুল বাজারজাতকরণে চলছে ব্যাপক প্রচারণা। তামাক নিয়ন্ত্রণ আইন অমান্য করে প্রত্যন্ত অঞ্চলে দেয়াল লিখন ও বিলবোর্ড স্থাপনের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের গুলের প্রচারণা চালাচ্ছে সংশ্লিষ্ট কোম্পানিগুলো। একইসাথে চলতি তামাক মৌসুমে দেশব্যাপী তামাকচাষে শিশু শ্রমের ব্যবহার বিগত বছরগুলোর তুলনায় ব্যাপকভাবে বেড়েছে। তামাকপাতার ছোবলে গ্রামীণ শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার পথ ক্রমশ বাধাগ্রস্ত হচ্ছে, যা অনভিপ্রেত ও দুঃখজনক। তামাকচাষের অন্যান্য ক্ষয়-ক্ষতিও ইতোমধ্যে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে এবং এসবের মূলে রয়েছে দেশি-বিদেশি তামাক কোম্পানি। তারা তামাক নিয়ন্ত্রণ আইনের আওতায় বিধিমালা চুড়ান্তকরণেও ব্যাপক বাধার সৃষ্টি করছে। সর্বশেষ ফেব্রুযারি মাসে তারা স্বাস্থ্যমন্ত্রণালয়কে প্রভাবিত করে তামাকপণ্যের প্যাকেটে ছবিসহ সতর্কবাণী ছাপার মেয়াদ আরও ২ মাস বাড়িয়ে ১২ মাস এবং প্রস্তাবিত ৭ ধরনের সতর্কবাণীর স্থলে মাত্র ১ ধরনের সতর্কবাণী ছাপার বিধান আদায় করতে সক্ষম হয়েছে। বর্তমানে বিধিমালাটি আইন মন্ত্রণালয়ে রয়েছে। আমাদের প্রত্যাশা আর কোন কাঁটাছেঁড়া ছাড়াই বিধিমালাটি দ্রুত গেজেট আকারে প্রকাশিত হবে।