Sun Sun Sun Sun
E-newsletter: March 2015
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

মৃত্যুবিপনন সম্প্রসারণ করতে সম্প্রতি ঢাকা টোব্যাকো ও জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই) তথ্য আদান-প্রদান, গবেষণা এবং উন্নয়নের নামে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। বাংলাদেশে উইনষ্টন, ক্যামেল প্রভৃতি নতুন নতুন ব্রান্ড বাজারজাতকরণে জেটিআই এখন মরিয়া হয়ে কাজ করবে। তামাকবিরোধীদের চাপে ফিলিপ মরিস গত বছর নভেম্বরে ‘রক সিটি’ কনসার্ট স্থগিত করলেও এপ্রিলে তা আবারো শুরুর ঘোষণা দিয়েছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে লেখালেখি হলে আইনি দায় এড়াতে স্পন্সর হিসেবে নিজের নাম সরিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। তবে কনসার্ট আয়োজন ও কৌশলি বাজারজাতকরণ প্রচেষ্টা বন্ধ করবে না তারা। সম্প্রতি একটি টিভি নাটকে মার্লবোরো লেখা জ্যাকেট পরে অভিনয়ের নামে অভিনেতাকে সিগারেটের বিজ্ঞাপন করতে দেখা গেছে। মার্লবোরো সিগারেটের বিভিন্ন স্টাইলিশ লাইটারও বিতরণ করছে কোম্পানিটি। ঢাকা টোব্যাকো ‘সামথিং ট্রুলি আমেরিকান ইজ কামিং’ নামে একটি ক্যাম্পেইন চালাচ্ছে দেশব্যাপী। একইসাথে তামাক পাতার মজুদ নিশ্চিত করতে কোম্পানিগুলো তামাক চাষে শিশুশ্রমকে মারাত্মকভাবে উৎসাহিত করছে। পরিবেশ ও স্বাস্থ্য ক্ষতির তোয়াক্কা না করে তারা যত্রতত্র তামাক চুল্লী নির্মাণে প্রণোদনা দিচ্ছে। অন্যদিকে পজিটিভ ইমেজ তৈরির জন্য বিভিন্ন সাজানো (নিজস্ব অর্থায়ন ও পৃষ্ঠপোষকতা) অনুষ্ঠানের মাধ্যমে পুরষ্কার গ্রহণ ও তা ফলাও করে গণমাধ্যমে প্রচার করছে তারা। এবারের বিশ্ব নারী দিবস উপলক্ষে বিএটি’বি এভাবেই ‘মোস্ট ফিমেল-ফ্রেন্ডলি অরগানাইজেশন’ এ্যাওয়ার্ড গ্রহণ ও তা প্রচার করেছে। তামাক কোম্পানির জনস্বাস্থ্যবিরোধী এসব পদক্ষেপ মোকাবেলায় আমাদের সকলকে একত্রে কাজ করতে হবে।