Sun Sun Sun Sun
E-newsletter: July 2015
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

বিক্রয়স্থলে তামাকের বিজ্ঞাপন প্রচারের দায়ে অভিযুক্ত দোকানির জরিমানা পরিশোধ করছে তামাক কোম্পানি ! দেশব্যাপী আইনের প্রভাব দুর্বল করতেই এধরনের কূটকৌশল। একইভাবে বাজার দখলের আগ্রাসনও থেমে নেই। তামাক কোম্পানিগুলো নগদ টাকা, আকর্ষণীয় পুরস্কার, কুইজ প্রতিযোগিতা প্রভৃতির মাধ্যমে রীতিমত উন্মাদ গতিতে চালিয়ে যাচ্ছে মৃত্যুবিপণন। আবুল খায়ের টোব্যাকো দোকানে দোকানে ঘুরে মেরিজ সিগারেট বিক্রির পুরস্কার সম্পর্কে প্রচারণা চালাচ্ছে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বিক্রেতাদের পুরস্কৃত করার পাশাপাশি চালু করেছে ফ্যামিলি কুইজ প্রতিযোগিতা। “ঈদ আনন্দ জীবন ভরে” শিরোনামে নেভি সিগারেট প্যাকেটের আদলে পোস্টার ক্যাম্পেইন করেছে ঢাকা টোব্যাকো। জনস্বাস্থ্য সুরক্ষায় এসব অপতৎপরতা এখনই বন্ধ করতে হবে।