Sun Sun Sun Sun
E-newsletter: September 2015
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

কর্মসংস্থান নয়, প্রচার-প্রচারণাই “ব্যাটল অব মাইন্ড” এর আসল উদ্দেশ্য। গত এগারো (২০০৪-২০১৪) বছরে বিএটিবি কর্মসংস্থানের নামে ঢাক-ঢোল পিটিয়ে ১৫ হাজার প্রতিযোগীর মধ্যে মাত্র ৭১ জনকে চাকুরি দিয়েছে। অথচ রোডশো, ভ্রমণ, বিনোদন, মিডিয়াসহ বিভিন্ন প্রচারণামূলক কাজে এসময়ে ব্যয় করেছে কোটি কোটি টাকা। ব্রান্ড প্রমোশন, তরুন প্রজন্মকে ধূমপানে আকৃষ্ট করা এবং নীতিপ্রণেতাদের প্রভাবিত করতেই কোম্পানিটি প্রতিবছর এই মৃত্যুবিপণন আয়োজন করে। বিএটিবি এবছরেও “ব্যাটল অব মাইন্ড ২০১৫”এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে, যা চলবে ১৫ অক্টোবর ২০১৫ পর্যন্ত। এই অবৈধ প্রতিযোগিতা বন্ধে সরকারের আইনি পদক্ষেপ অত্যন্ত জরুরি। পাশাপাশি তামাকবিরোধী সংশ্লিষ্ট সকলকে এক্ষেত্রে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।
এছাড়া ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে সম্প্রতি তামাক কোম্পানিগুলো দেশব্যাপী নানাবিধ প্রলব্ধুকরণ কার্যক্রম ব্যাপকভাবে পরিচালনা করছে। এসব অবৈধ কার্যক্রম বন্ধ করা না গেলে তামাক নিয়ন্ত্রণ আইনের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবেনা। আসুন, তামাক কোম্পানির মুখোশ উন্মোচনের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সহযোগিতা করি। জনস্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখি।