E-newsletter: October 2015 | ||||
জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top মৃত্যু বিপণন-১ Death Marketing-1 মৃত্যু বিপণন-২ Death Marketing-2 Death Marketing Around |
||||
জনস্বাস্থ্য সবার উপরে
প্রচলিত গণমাধ্যমে তামাকের প্রচার-প্রচারণা নিষিদ্ধ থাকায় প্রতিনিয়ত নতুন নতুন বিকল্প মাধ্যম উদ্ভাবন করে তামাকের প্রচারণা চালাচ্ছে কোম্পানিগুলো। কিশোর ও তরুণদের আকৃষ্ট করতে সম্প্রতি সিগারেটের প্যাকেটের আদলে ছাতা, টি শার্ট ও ক্যাপ ব্যবহার করে ঝাঁকে ঝাঁকে কোম্পানির মাঠকর্মীরা হাট-বাজার ও বিভিন্ন জনসমাগম স্থলে উপহার সামগ্রী ও ফ্রি সিগারেট বিতরণ করছে। তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে তামাক কোম্পানির যে কোন উপায়ে বিজ্ঞাপন ও প্রচার প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের উদাসীনতার কারণে আইনের সুফল থেকে বঞ্চিত হচ্ছে জনগণ। একইভাবে বিএটিবি’র বেআইনি প্রতিযোগিতা ‘ব্যাটেল অব মাইন্ড ২০১৫’ বন্ধেও কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নিচ্ছেনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রচলিত গণমাধ্যমে এ নিয়ে বিস্তর লেখালেখির প্রেক্ষিতে বিএটিবি এসংক্রান্ত একটি ভিডিও ইউটিউব থেকে সরিয়ে নিলেও প্রতিযোগিতা বন্ধের কোন আলামত চোখে পড়ছে না। বরং রেজিস্ট্রেশনের সময় আরও একধাপ বাড়ানোর পাশাপাশি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অডিটরিয়ামে প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেছে তারা। |
||||