Sun Sun Sun Sun
E-newsletter: November 2015
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

বিএটি’র আগ্রাসী মৃত্যুবিপণন কৌশল সারা বিশ্বে প্রায় একইরকম। রাষ্ট্রযন্ত্রে প্রবেশ করে তামাকবিরোধী নিয়মকানুন প্রণয়ন ও বাস্তবায়নে বাধা প্রদান করা। সম্প্রতি বিবিসি রিপোর্টে বিএটি’র বিরুদ্ধে আফ্রিকার বেশ কয়েকটি দেশে ধূমপানবিরোধী আইন কঠোর না করতে সাংসদ ও সরকারি কর্মকর্তাদের মোটা অঙ্কের ঘুষ প্রদানের প্রমাণ মিলেছে। বাংলাদেশেও বিএটিবি’র আগ্রাসন থেমে নেই । প্রশাসন যন্ত্রে ঢুকে নানাবিধ সুবিধা আদায় করছে কোম্পানিটি। সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য সরকারিভাবে (আইসিএসবি) সম্প্রতি ২য় বারের মত পুরস্কারও আদায় করে নিয়েছে বিএটি’বি। ঘুষ প্রদানকারী একরকম একটি প্রতিষ্ঠানকে সুশাসন, স্বচ্ছতা বা জবাবদিহিতার জন্য পুরস্কার প্রদান করা থেকে সরকারের বিরত থাকা উচিত।
সদ্যসমাপ্ত বেঙ্গল ফাউন্ডেশনের উচ্চাঙ্গসঙ্গীতের আসরে বিক্রয়কেন্দ্র স্থাপন ও ধূমপানের স্থান তৈরি করেও বিএটিবি আইন ভঙ্গ করেছে। ৫দিন ব্যাপী অনুষ্ঠানে উচ্চসারির মন্ত্রী, আমলাসহ প্রায় ৫৬০০০ দর্শক-শ্রোতাকে আকৃষ্ট করতেই বিএটিবি এই অবৈধ আয়োজন করেছিল। ‘ব্যাটল অব মাইন্ড ২০১৫’ বাস্তবায়নেও কোম্পানিটি মরিয়া হয়ে উঠেছে। বাছাই পর্বে ১৮ বিশ্ববিদ্যলয়ের ২৬৮৭ জন চাকুরি প্রার্থীর মধ্যে মাত্র ১৭০ জনকে নিয়ে শুরু করেছে প্রথম পর্ব। অবৈধ এই প্রতিযোগিতা বন্ধে প্রশাসন কোন ভূমিকা গ্রহণ করছে না।
এভাবেই বিএটিবি নানাবিধ কৌশল অবলম্বন করে তামাক ব্যবসা চালিয়ে চাচ্ছে। আসুন, বিএটিবির মুখোশ উন্মোচনের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সহযোগিতা করি। জনস্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখি।