Sun Sun Sun Sun
E-newsletter: December 2016
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

শুধু শাস্ত্রীয় সঙ্গীত উৎসব নয়, চলচ্চিত্র নির্মাণে পৃষ্ঠপোষকতার নামেও প্রচার-প্রচারণা চালাচ্ছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলদেশ (বিএটিবি)। তামাক নিয়ন্ত্রণ আইনকে পাশ কাটিয়ে পুলিশ পরিবার কল্যাণ সমিতি নিবেদিত ‘ঢাকা অ্যাটাক’ ছবির অন্যতম স্পন্সর হয়েছে বিএটিবি। ছবিটির প্রথম টিজার প্রদর্শন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের ব্যানার এবং ভিডিও ক্রেডিট লাইনে বিএটিবি’র লোগো ব্যবহার করা হয়েছে। এছাড়া আইন অনুযায়ী সকল ধরনের ব্রান্ডিং নিষিদ্ধ থাকলেও কোম্পানিটি ব্রান্ড মার্কেটিংয়ের নামে শুধু ২০১৫ সালেই ব্যয় করেছে প্রায় ১৯৩ কোটি টাকা। জনস্বার্থে বিএটিবি’র এধরনের আইনবিরোধী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। একইসাথে আইনের সঠিক বাস্তবায়নের মাধ্যমে দেশব্যাপী চলমান তামাকপণ্যের কৌশলী বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধ করতে হবে।
তামাক চাষ মৌসুম শুরু হয়েছে। লক্ষাধিক হেক্টর জমিতে চলছে এই বিষাক্ত ফসল চাষের মহোৎসব। সরকার একইসাথে তামাক চাষ নিরুৎসাহিত করার কথা বলছে আবার তামাক কোম্পানিগুলোকেও নানাভাবে সহযোগিতা প্রদান করছে। জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় খসড়া তামাকচাষ নিয়ন্ত্রণ নীতিমালা দ্রুত বাস্তবায়ন করতে হবে। তামাক কোম্পানির অপতৎপরতা রুখতে না পারলে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ‘তামাকমুক্ত বাংলাদেশ’ অর্জন প্রলম্বিত হবে।