Sun Sun Sun Sun
E-newsletter: September 2017
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

তারুণ্যকে ক্রমশ মৃত্যুবিপণন ফাঁদে আটকে ফেলছে বিএটিবি। বন্ধ করা যাচ্ছেনা “ব্যাটল অব মাইন্ড” প্রতিযোগিতা। কর্মসংস্থানের নামে ঢাক-ঢোল পিটিয়ে অনুষ্ঠান আয়োজন করে তরুণদের মধ্যে তামাকের বিস্তার ঘটাতে কোম্পানিটি ইতোমধ্যে “ব্যাটল অব মাইন্ড ২০১৭” এর নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে। চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তিন চার মাস পর। উল্লেখ্য, গত ১৩ বছরে (২০০৪-২০১৬) বিএটিবি কর্মসংস্থানের নামে হাজার হাজার প্রতিযোগীর মধ্যে মাত্র ১১৫ জনকে চাকুরি দিয়েছে। অথচ এসংক্রান্ত প্রচার-প্রচারণা ও অনুষ্ঠান আয়োজনে ব্যয় করেছে কোটি কোটি টাকা। এভাবে সবক্ষেত্রেই মরিয়া হয়ে উঠেছে তামাক কোম্পানিগুলো। তাদের অব্যাহত হস্তক্ষেপের কারণে আবারো ভেস্তে গেছে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর আইনানুগ বাস্তবায়ন। হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে গত ১৯ সেপ্টেম্বর ২০১৭ থেকে সকল তামাকপণ্যের প্যাকেট/কৌটার উপরিভাগে ৫০ শতাংশ জায়গা জুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়িত হওয়ার কথা থাকলেও তামাক কোম্পানির হস্তক্ষেপে তা আবারো ৩০ নভেম্বর ২০১৭ পর্যন্ত স্থগিত করা হয়েছে।
অন্যদিকে জনস্বাস্থ্যের প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের উদাসীনতাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অতি সম্প্রতি সংস্থাটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অবস্থিত তামাক কারখানাকে রপ্তানি ক্ষেত্রে শুল্ক অব্যাহতির ঘোষণা দিয়ে এসআরও জারি করেছে। উল্লেখ্য, তামাকবিরোধীদের দাবির প্রেক্ষিতে চলতি অর্থবছরে (২০১৭-১৮) তামাকজাত পণ্যের রপ্তানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়। উন্নত দেশগুলোতে তামাকের উৎপাদন ক্রমশ বন্ধ হওয়ার কারণে বহুজাতিক তামাক কোম্পানিগুলো এখন বাংলাদেশকে তাদের যোগান ক্ষেত্র (Supply hub) হিসেবে ব্যবহার করছে। এধরনের শুল্ক অব্যাহতির ফলে তামাকের উৎপাদন আরো বাড়বে এবং খাদ্য নিরাপত্তা, বনভূমি এবং সার্বিক পরিবেশ ও প্রতিবেশের উপর প্রতিকূল প্রভাব পড়বে।
মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জন করতে চাইলে, তামাক কোম্পানির এধরনের হস্তক্ষেপ রুখতে হবে।