E-newsletter: September 2017 | ||||
জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top মৃত্যু বিপণন-১ Death Marketing-1 মৃত্যু বিপণন-২ Death Marketing-2 Death Marketing Around |
||||
জনস্বাস্থ্য সবার উপরে
তারুণ্যকে ক্রমশ মৃত্যুবিপণন ফাঁদে আটকে ফেলছে বিএটিবি। বন্ধ করা যাচ্ছেনা “ব্যাটল অব মাইন্ড” প্রতিযোগিতা। কর্মসংস্থানের নামে ঢাক-ঢোল পিটিয়ে অনুষ্ঠান আয়োজন করে তরুণদের মধ্যে তামাকের বিস্তার ঘটাতে কোম্পানিটি ইতোমধ্যে “ব্যাটল অব মাইন্ড ২০১৭” এর নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে। চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তিন চার মাস পর। উল্লেখ্য, গত ১৩ বছরে (২০০৪-২০১৬) বিএটিবি কর্মসংস্থানের নামে হাজার হাজার প্রতিযোগীর মধ্যে মাত্র ১১৫ জনকে চাকুরি দিয়েছে। অথচ এসংক্রান্ত প্রচার-প্রচারণা ও অনুষ্ঠান আয়োজনে ব্যয় করেছে কোটি কোটি টাকা। এভাবে সবক্ষেত্রেই মরিয়া হয়ে উঠেছে তামাক কোম্পানিগুলো। তাদের অব্যাহত হস্তক্ষেপের কারণে আবারো ভেস্তে গেছে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর আইনানুগ বাস্তবায়ন। হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে গত ১৯ সেপ্টেম্বর ২০১৭ থেকে সকল তামাকপণ্যের প্যাকেট/কৌটার উপরিভাগে ৫০ শতাংশ জায়গা জুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়িত হওয়ার কথা থাকলেও তামাক কোম্পানির হস্তক্ষেপে তা আবারো ৩০ নভেম্বর ২০১৭ পর্যন্ত স্থগিত করা হয়েছে।
|
||||