E-newsletter: January 2018 | ||||
জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top মৃত্যু বিপণন-১ Death Marketing-1 মৃত্যু বিপণন-২ Death Marketing-2 Death Marketing Around |
||||
জনস্বাস্থ্য সবার উপরে
কেবল বাংলাদেশে নয়, বিশ্বের অন্যান্য দেশেও ব্রিটিশ হাইকমিশন যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক তামাক কোম্পানির পক্ষে কাজ করছে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) কর্তৃক ১,৯২৪ কোটি টাকা রাজস্ব ফাঁকির ঘটনা আদালতের বাইরে সমঝোতার বিষয়টি বাংলাদেশের একটি জাতীয় দৈনিক পত্রিকা ২০১৭ সালে উদঘাটন করলে উক্ত সংবাদের সূত্র ধরে যুক্তরাজ্যের অন্যতম প্রভাবশালী গার্ডিয়ান পত্রিকা সে সময় একটি সংবাদ প্রকাশ করে। পরবর্তিতে বাংলাদেশের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফ্রিডম অফ ইনফরমেশন (এফওআই) এর আওতায় ব্রিটিশ সরকারের নিকট হতে প্রাপ্ত তথ্যের আলোকে সম্প্রতি গার্ডিয়ান পত্রিকা আরও একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে, বাংলাদেশ ছাড়া আরও পাঁচটি দেশে ব্রিটিশ হাইকমিশন কর্তৃক বহুজাতিক তামাক কোম্পানিগুলোর স্বার্থ রক্ষার নানা প্রচেষ্টার প্রমাণ তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত চার বছরে বিএটিবি’র সাথে ব্রিটিশ Foreign office এবং Department for international trade (DIT) এর প্রতিনিধিরা কর ফাঁকির মামলা বিষয়ে নয় বার বৈঠকে অংশ নিয়েছে। এভাবেই বিএটিবিসহ অন্যান্য তামাক কোম্পানি বিভিন্ন কূটকৌশল অবলম্বন করে তাদের মৃত্যুবিপণন কার্যক্রম অব্যাহত রেখেছে। এফসিটিসির সঠিক বাস্তবায়ন এবং তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে রাষ্ট্রপক্ষকে এধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। |
||||