E-newsletter: November 2018 | ||||
জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top মৃত্যু বিপণন-১ Death Marketing-1 মৃত্যু বিপণন-২ Death Marketing-2 Death Marketing Around |
||||
জনস্বাস্থ্য সবার উপরে
অনুদানের বিনিময়ে সরকারের কাছ থেকে নানাবিধ সুবিধা আদায় করছে বহুজাতিক তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)। সম্প্রতি প্রজ্ঞা’র অনুসন্ধানে দেখা গেছে, বিএটিবি সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন’ এ অনুদান হিসেবে অর্থ প্রদানের বিনিমিয়ে বছরের পর বছর শ্রম স্বার্থবিরোধী সুবিধা আদায় করে নিচ্ছে। প্রজ্ঞাপন জারির মাধ্যমে শ্রমিকদের অতিরিক্ত শ্রমঘন্টা কাজ করানোর সুবিধাসহ ‘শ্রম আইন ২০০৬’ এর কয়েকটি ধারার প্রয়োগ থেকে অব্যাহতি আদায় করতে সক্ষম হচ্ছে কোম্পানিটি। একইসাথে ফাউন্ডেশনের ওয়েবসাইটে বিএটিবি কে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে প্রচার করা হচ্ছে, যা জনস্বার্থবিরোধী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক চুক্তি ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি) এর আর্টিকেল ৫.৩ গাইডলাইনের ৪.১০ এ তামাক কোম্পানির কাছ থেকে কোন প্রকার অনুদান, উপহার অথবা দান গ্রহণ এবং ৭.১ এ তামাক কোম্পানিকে কোন প্রকার অগ্রাধিকারমূলক সুবিধা প্রদান করা থেকে সরকারকে বিরত থাকতে বলা হয়েছে। ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে রাষ্ট্রযন্ত্রে তামাক কোম্পানির এধরনের ছদ্মাবেশী অনুপ্রবেশ বন্ধ করতে হবে। এক্ষেত্রে এফসিটি আর্টিক্যাল ৫.৩ এর আলোকে নীতিমালা গ্রহণ ও বাস্তবায়নই হতে পারে কার্যকরী পদক্ষেপ। বাংলাদেশে আরও একটি বহুজাতিক তামাক কোম্পানি ব্যবসা শুরু করতে যাচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য খুবই উদ্বেগের। জাপান টোব্যাকো ইনকরপোরেশন (জেটিআই) ইতোমধ্যে বৈদেশিক বিনিয়োগের নামে ১.৪৭ বিলিয়ন ইউএস ডলারের বিনিময়ে আকিজ গ্রুপের মালিকানায় থাকা ইউনাইটেড ঢাকা টোব্যাকো কোম্পানি লিমিটেড (ইউডিটিসি) অধিগ্রহণ সম্পন্ন করেছে। এখন মৃত্যুবিপণন প্রতিযোগিতা বাড়বে একথা নিশ্চিত বলা যায় এবং এর ক্ষতিকর প্রভাব রাষ্ট্রকেই বহন করতে হবে। পার্শ্ববর্তী দেশ ভারত সিগারেট উৎপাদনে বৈদেশিক বিনিয়োগ নিষিদ্ধ করেছে। তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে বাংলাদেশও তার বৈদেশিক বিনিয়োগ সংক্রান্ত আইন 'Foreign Private Investment (Promotion and Protection) Act, 1980' সংশোধন করে তামাকপণ্য উৎপাদন ও বাজারজাতকরণে বৈদেশিক বিনিয়োগ নিষিদ্ধ করতে পারে। |
||||