Sun Sun Sun Sun
E-newsletter: December 2018
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

বাংলাদেশে তামাকের ভয়াবহতা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী তামাককে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে একটি বড় বাধা হিসেবে উল্লেখ করলেও সম্প্রতি বিএটিবি’র উদ্যেগে এসডিজি পুরণে একটি নেটওয়ার্ক যাত্রা শুরু করেছে, যা অত্যন্ত উদ্বেগের। নেটওয়ার্কটি একইসাথে সরকারের জাতীয় সিএসআর পলিসি চূড়ান্তকরণেও কাজ করবে বলে জানা গেছে (বিস্তারিত দেখুন)। সবচেয়ে আতঙ্কের ব্যাপার হলো নিজেদের উন্নয়ন অংশীদার হিসেবে প্রতিষ্ঠার জন্য তারা সুকৌশলে সরকারের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক এবং এসডিজি’র তত্ত্বাবধায়ক সংস্থা ইউএনডিপিকেও সম্পৃক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এসডিজি বাস্তবায়নে বিএটিবির এই দৃশ্যমান আগ্রহ প্রকৃতপক্ষে কোম্পানিটির পাবলিসিটি স্টান্ট বা প্রচারণার স্বার্থে করা কূটকৌশল ছাড়া আর কিছুই নয়। এই ধরনের উদ্যোগের মাধ্যমে সরকার এবং দেশের নীতি নির্ধারণী প্রতিষ্ঠানগুলোর সাথে নিজেদের অংশীদারিত্বের একটি মিথ্যা ইমেজ তৈরি করে সরকার ও প্রশাসনের উচ্চ পর্যায়ে নিজেদের অনুপ্রবেশের পথ তৈরি করে তামাক কোম্পানিগুলো। এভাবে, একদিকে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘণ করার সুযোগ তৈরি হয়, অন্যদিকে তামাকবিরোধী এবং জনস্বাস্থ্যবান্ধব আরো কার্যকর নীতির আলোর মুখ দেখার পথও রূদ্ধ করে দেওয়া সহজ হয়। সরকারের সঙ্গে সখ্যভাব কাজে লাগিয়ে তামাক-কর, তামাক পণ্যের প্রচারণার ক্ষেত্রে সুবিধা আদায় করে নেওয়ার প্রবণতাও দেখা যায়।

তামাকের ব্যবসা এবং ব্যবহার এসডিজি’র ১৭টি লক্ষ্যমাত্রার সঙ্গে সাংঘর্ষিক (তামাক না টেকসই উন্নয়ন, ২০১৬, অধ্যায় ১)। তামাক ব্যবহারজনিত ব্যাপক মৃত্যু ও ক্ষয়ক্ষতি এসডিজি’র তৃতীয় লক্ষ্যমাত্রা- সুস্বাস্থ্য অর্জনের অন্যতম অন্তরায়। প্রতিবছর বাংলাদেশে তামাক ব্যবহারের কারণে ১ লক্ষ ৬১ হাজারের অধিক মানুষ মৃত্যুবরণ করে এবং তামাকজনিত মৃত্যু ও অসুস্থতায় বছরে আরো ৬৫২.৮৬ মিলিয়ন ডলার আয়-ক্ষতি হয়। এছাড়াও ক্রমবর্ধমান তামাকচাষের কারণে দেশের খাদ্য নিরাপত্তা, টেকসই কৃষি ও পরিবেশ ক্রমশ হুমকির মুখে পড়ছে। কাজেই, মৃত্যু ও নানবিধ ক্ষয়ক্ষতির উৎসমূল এই তামাক কোনভাবেই উন্নয়ন ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে না। ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে রাষ্ট্রযন্ত্রে তামাক কোম্পানির এধরনের ছদ্মবেশী অনুপ্রবেশ বন্ধ করতে হবে। এক্ষেত্রে এফসিটিসি আর্টিক্যাল ৫.৩ এর আলোকে নীতিমালা গ্রহণ ও বাস্তবায়নই হতে পারে কার্যকরী পদক্ষেপ।