E-newsletter: May 2020 | ||||
জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top মৃত্যু বিপণন-১ Death Marketing-1 মৃত্যু বিপণন-২ Death Marketing-2 Death Marketing Around |
||||
জনস্বাস্থ্য সবার উপরে
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) করোনা মহামারীর সময়ে তামাক পণ্যের উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ বন্ধের অনুরোধ জানিয়ে শিল্প মন্ত্রণালয়কে যে চিঠি দিয়েছিল শেষ পর্যন্ত তা প্রত্যাহার করে নিয়েছে। একটি জাতীয় দৈনিকের খবর অনুযায়ী, শিল্প মন্ত্রণালয় তামাক কোম্পানির তথাকথিত রাজস্ব সংক্রান্ত যুক্তি সরকারের শীর্ষমহলকে বুঝাতে সক্ষম হয়েছে এবং তারই প্রেক্ষিতে এনটিসিসি’র প্রস্তাব নাকচ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে দুইটি বহুজাতিক তামাক কোম্পানিকে করোনা মহামারীর মধ্যে সিগারেট উৎপাদন, বিপণন, সরবরাহ এবং তামাকপাতা ক্রয় সংক্রান্ত কার্যক্রম অব্যাহত রাখার অনুমতি প্রদান করে ব্যাপক সমালোচনার মুখে পড়ে শিল্প মন্ত্রণালয়। গণমাধ্যমেও সমালোচনার ঝড় ওঠে। তামাকপণ্যের বিক্রয় সাময়িকভাবে নিষিদ্ধ করার আবেদন জানিয়ে দেশের ১০০ জন বিশিষ্ট নাগরিক মাননীয় প্রধানমন্ত্রীর নিকট চিঠি প্রেরণ করেন। এসবের ধারাবাহিকতায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এনটিসিসি শিল্প মন্ত্রণালয়কে উক্ত চিঠি প্রদান করে। জনস্বাস্থ্যের পক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। অন্যদিকে তামাকপণ্য করোনা মহামারি ত্বরান্বিত করে জেনেও সরকারের আরেকটি মন্ত্রণালয়ের তামাক কোম্পানির পক্ষাবলম্বন চরম মহামারী। কোভিড-১৯ মহামারী আমাদের আবারো মনে করিয়ে দিয়েছে তামাক কোম্পানির হস্তক্ষেপ থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানসমূহকে সুরক্ষা দিতে এফসিটিসি আর্টিকেল ৫.৩ বাস্তবায়ন কতটা জরুরি। সরকারি প্রতিষ্ঠানসমূহকে তামাক কোম্পানির হস্তক্ষেপের মুখে অরক্ষিত রেখে তামাকমুক্ত বাংলাদেশ অর্জন কখনই সম্ভব নয়। |
||||