Sun Sun Sun Sun
E-newsletter: August 2020
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

বিএটিবি পরিচালিত প্রেরণা ফাউন্ডেশন সম্প্রতি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাস্ক তৈরিতে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জীবিকার সংস্থান এবং দেশের স্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখতে ‘আমরা শিখি, আমরা পারি’ নামে একটি যৌথ প্রকল্পের সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ব্যাপকভাবে প্রচার করা হয়। জাতীয় গণমাধ্যমে ১৪টি রিপোর্ট প্রকাশ, ফেসবুক স্পন্সর পোস্ট এবং সরকারি কর্মকর্তা ও বিএটিবি প্রতিনিধিসহ একটি জাতীয় দৈনিকে ভার্চুয়াল সংলাপ আয়োজন করে সংগঠনটি। একইসাথে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারকে সহায়তা করাই প্রতিষ্ঠানটির মূল কাজ হিসেবে প্রচারণা চালানো হচ্ছে। করোনায় বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য কাজের সুযোগ সৃষ্টি এবং মাস্ক তৈরির মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা বিএটিবির একটি কৌশল মাত্র। মূলত ইমেজ সংকট কাটাতেই এসব করছে কোম্পানিটি। কারণ তামাক করোনা মহামারীকে ত্বরান্বিত করে এবং তামাকের কারণে বাংলাদেশে প্রতিবছর ১ লক্ষ ২৬ হাজার মানুষ মারা যায়।

বিএটিবি অন্যান্য বছরের ন্যায় এবারেও সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন’ এ অনুদান প্রদান করেছে । শ্রম স্বার্থবিরোধী সুবিধা আদায় করতেই এই অনুদান প্রদানের কৌশল গ্রহণ করে থাকে কোম্পানিটি। উল্লেখ্য ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৫টি প্রজ্ঞাপন জারির মাধ্যমে শ্রমিকদের অতিরিক্ত শ্রমঘন্টা কাজ করানোর সুবিধাসহ ‘শ্রম আইন ২০০৬’ এর কয়েকটি ধারার প্রয়োগ থেকে অব্যাহতি আদায় করতে সক্ষম হয়েছে বিএটিবি। এফসিটিসির আলোকে আইন সংশোধনের মাধ্যমে তামাক কোম্পানির এধরনের লোক দেখানো সিএসআর কার্যক্রম বন্ধ করতে হবে।