Sun Sun Sun Sun
E-newsletter: July 2021
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

অতি সম্প্রতি দুটি প্রতিষ্ঠান ”A Better TommorrowTM CSR Summit & Awards” শিরোনামে বিভাগীয় পর্যায়ে ভার্চুয়াল সিএসআর ডায়লগ শুরু করেছে যার (স্লোগানের) সাথে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো-বিএটি’র অফিসিয়াল স্লোগানের (A Better TomorrowTM) মিল রয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর অ্যাওয়ার্ড প্রদানের মধ্যদিয়ে আয়োজনটি শেষ হবে। বিএটি বাংলাদেশ (বিএটিবি) ইতোমধ্যে বেশকিছু ডায়লগে অংশগ্রহণ করে তাদের তথাকথিত সিএসআর কার্যক্রম (বনায়ন, প্রবাহ এবং দীপ্ত) বিস্তারিতভাবে তুলে ধরেছে এবং সিএসআর নিয়ে সরকারের সাথে একটি ডিসকাশন প্লাটফর্ম তৈরির কাজ চলমান থাকার কথা উল্লেখ করেছে। সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে এভাবেই বিএটিবি কৌশলে তাদের তথাকথিত সিএসআর কার্যক্রম প্রচারের মাধ্যমে ইতিবাচক ইমেজ তৈরির চেষ্টা করছে।
তামাক করোনা সংক্রামণ সহায়ক এবং প্রতিবছর বাংলাদেশের ১ লক্ষ ২৬ হাজার মানুষের প্রাণ কেড়ে নেয়। তামাকের ক্ষতিকর প্রভাব সুনিশ্চিতভাবে প্রমাণিত হলেও তামাক কোম্পানি সুচতুরভাবে সিএসআর কার্যক্রমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের মৃত্যুবিপণন চরিত্র আড়াল করার চেষ্টা করে। প্রাণঘাতী পণ্য উৎপাদনকারী কোন প্রতিষ্ঠান মানুষের কল্যাণে অর্থ ব্যয় করবে এটি নৈতিকভাবেও সমর্থনযোগ্য নয়। পৃথিবীর ৬২টি দেশ ইতোমধ্যে তামাক কোম্পানির সিএসআর কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ আইনে সিএসআর কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ না থাকায় কোম্পানিগুলো সিএসআর কার্যক্রমের অজুহাতে নীতিপ্রণেতাদের সাথে নিবিড় যোগাযোগ প্রতিষ্ঠার মাধ্যমে সার্বিক তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে।
কাজেই দ্রুততম সময়ের মধ্যে আইন সংশোধনের মাধ্যমে তামাক কোম্পানির ‘কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা’ বা সিএসআর কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করে তামাকমুক্ত বাংলাদেশ অর্জনের পথ ত্বরান্বিত করতে হবে।