Sun Sun Sun Sun
E-newsletter: November 2021
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি সংস্থা এবং ব্যবসায়িক সংগঠনের সাথে বহুজাতিক তামাককোম্পানিগুলোর সম্পৃক্ততা লক্ষ্যণীয়ভাবে বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য অশনিসংকেত। সম্প্রতি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) এর হেড অব পাবলিক অ্যাফেয়ার্স ও কোম্পানি সেক্রেটারি সরকারের বাণিজ্য মন্ত্রণালয়াধীন ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। কোম্পানিটির পরিচালনা পর্ষদে নন-এক্সিউটিব ডিরেক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বর্তমান সচিব। অতিসম্প্রতি শিল্প সচিবের উপস্থিতিতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এর সাথে যৌথভাবে চিনি শিল্পের উন্নয়নে টেকসই মডেল তৈরির লক্ষ্যে কাজ করার কথা জানিয়েছে তামাককোম্পানিটি। এছাড়া সরকার নিয়ন্ত্রণাধীন সংস্থা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং ব্যবসায়িক সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FICCI) আয়োজিত ২টি অনুষ্ঠানে বিএটিবি’র ব্যবস্থাপনা পরিচালককে সঞ্চালনা করতে দেখা গেছে, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন। বিগত বছরগুলোর মতো এবারেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিএটিবি-কে শীর্ষ করদাতার বিশেষ সম্মাননা প্রদান করেছে। অন্যদিকে, FICCI’র সহ-সভাপতি নির্বাচিত হয়েছে ইউনাইটেড ঢাকা টোব্যাকো কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল গ্রুপের সদস্য নিল কুপল্যান্ড।

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একাজে সরকারের সংশ্লিষ্ট সকল সংস্থার সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তামাকমুক্ত বাংলাদেশ অর্জনের আরেকটি গুরুত্বপূর্ণ হাতিয়ার তামাকপণ্যে কর ও মূল্য বৃদ্ধি এবং এক্ষেত্রে সরকারকে তামাককোম্পানির হস্তক্ষেপমুক্ত থাকতে হবে।