Sun Sun Sun Sun
E-newsletter: May 2022
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, বাংলাদেশ (বিএটিবি) কর্তৃক সম্প্রতি প্রকাশিত Environmental, Social and Governance (ESG) রিপোর্টে দাবি করা হয়েছে কোম্পানিটি এসডিজি-এর ১৭টি লক্ষ্যমাত্রার মধ্যে ৮টিতেই অবদান রেখে চলেছে। ‘একটি সুন্দর আগামী’ (A Better Tomorrow)-এই লক্ষ্য পূরণে টেকসই উন্নয়নকেই কোম্পানির যাবতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে। তবে বাস্তবে বিএটিবির মতো কোন তামাক কোম্পানির পক্ষে ‘টেকসই’ এবং ‘সুন্দর আগামী’ বিনির্মাণে অবদান রাখা অসম্ভব। কারণ তামাকের উৎপাদন ও ব্যবহার এসডিজি’র প্রায় প্রতিটি লক্ষ্যমাত্রা অর্জনে বাধা সৃষ্টি করে (তামাক না টেকসই উন্নয়ন, প্রজ্ঞা, ২০১৬)। এসডিজি’র ৩য় লক্ষ্যমাত্রা- সুস্বাস্থ্য অর্জনের অন্যতম অন্তরায় তামাক। তামাকের কারণে বাংলাদেশে ১ লক্ষ ৬১ হাজার মানুষ মৃত্যুবরণ করে এবং পঙ্গুত্ববরণ করে আরো কয়েক লক্ষ মানুষ। বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী বাংলাদেশে তামাক ব্যবহারকারী পরিবারগুলোর মাসিক খরচের ৫ শতাংশ তামাক ব্যবহারে এবং ১০ শতাংশ তামাক ব্যবহারজনিত রোগের চিকিৎসায় ব্যয় হয়। তামাক ব্যবহারের স্বাস্থ্য ব্যয় ৩০ হাজার ৫০০ কোটি টাকা। সবমিলিয়ে তামাক ব্যবহারে দরিদ্র মানুষ, আরও দরিদ্র হয়, যা এসডিজি (লক্ষ্যমাত্রা-১) অর্জনে বড় বাধা। ক্রমবর্ধমান তামাকচাষের কারণে দেশের খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি (লক্ষ্যমাত্রা-২) ক্রমশঃ হুমকির মুখে পড়ছে। লিঙ্গ সমতা (লক্ষ্যমাত্রা-৫) টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ লক্ষ্য হলেও বাংলাদেশে তামাক ব্যবহার না করেও, পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে বিপুল সংখ্যক নারী। এছাড়াও তামাকচুল্লিতে পাতা পোড়াতে গিয়ে উজাড় হচ্ছে দেশের ৩০ শতাংশ বন। ফলে জলবায়ু পরিবর্তনের (লক্ষ্যমাত্রা ১৩) ঝুঁকি ক্রমশ: বেড়ে চলেছে। প্রতি বছর বিপুল পরিমাণ সিগারেটের অবশিষ্টাংশ, গুল ও জর্দার কৌটা জমা হচ্ছে সমুদ্র তলদেশে (লক্ষ্যমাত্রা ১৪)। সুতরাং তামাকপণ্য উৎপাদন, বিপণন ও ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি প্রভৃতি সার্বিকভাবে মূল্যায়ন করলে দেখা যায়, তামাক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের বড় ধরনের বাধা হিসেবে কাজ করছে।
সিএসআর এর খোলস পাল্টিয়ে এসডিজি পূরণে সরকারের সহযোগী হিসেবে কাজ করা এবং তথাকথিত ‘ইএসজি’ রিপোর্ট প্রকাশের মাধ্যমে মৃত্যুবিপণনকে আড়াল করে প্রভাবশালী ব্যক্তি এবং সরকারের গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে সম্পর্ক স্থাপন করে ব্যবসায়িক স্বার্থ উদ্ধার করা বিএটিবির একটি নতুন কৌশলমাত্র। আইন সংশোধনের মাধ্যমে তামাক কোম্পানির এসব কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে।