Sun Sun Sun Sun
E-Newsletter: June 2023
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

সম্প্রতি বাংলাদেশ ব্লাইন্ড মিশন (বিবিএম) তথাকথিত ধূমপানের ক্ষতি হ্রাস বিষয়ে একটি সাংবাদিক কর্মশালা করেছে, যার অর্থায়নে ছিল ফিলিপ মরিস (পিএমআই) এর অর্থপুষ্ট ফাউন্ডেশন ফর এ স্মোক-ফ্রি ওয়ার্ল্ড (এফএসএফডব্লিউ)। উল্লেখ্য, অ্যান্টি ট্যোবাকো মিডিয়া আ্যলায়েন্স-আত্মা’র প্রায় ৪ শতাধিক সাংবাদিক একযুগেরও বেশি সময়ধরে বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণে কাজ করছে। আত্মা’র সদস্য ও অন্যান্য সাংবাদিকদের বিভ্রান্ত করে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করাই এধরনের কার্যক্রমের মূল লক্ষ্য। এর আগেও সংগঠনটি স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম এর সাথে তামাক আসক্তি মুক্তি (টোব্যাকো সিসেশন) বিষয়ে একটি ওয়ার্কশপ আয়োজনের চেষ্টা করে এবং তামাকবিরোধী সংস্থা ও সরকারের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) এর প্রচেষ্টায় ওয়ার্কশপটি বন্ধ করা সম্ভব হয়
ভয়েস অব ভেপারস ই-সিগারেট ও ভেপিংজাতীয় পণ্য নিষিদ্ধ করার সরকারি উদ্যোগকে প্রভাবিত করতে নানাভাবে চেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যে ই-সিগারেট ও ভেপিং পণ্য নিষিদ্ধের বিধান সম্বলিত তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনী কেবিনেটের চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠিয়েছে। আমাদের প্রত্যাশা, কোম্পানির কূটকৌশলে বিভ্রান্ত না হয়ে জনস্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুতই খসড়াটি চূড়ান্ত করা হবে।