Sun Sun Sun Sun
E-Newsletter: July 2023
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

তামাকের ক্ষতিহ্রাসে বাংলাদেশকে ভেপিংপণ্য সহায়ক নীতি প্রণয়নের পরামর্শ দিয়েছে ভেপিং প্রমোশনে যুক্ত প্রতিষ্ঠান থলোস ফাউন্ডেশন। ফিলিপ মরিস এর সাথে সম্পর্কযুক্ত আমেরিকান ফর ট্যাক্স রিফরমস এর সহায়তায় থলোস ফাউন্ডেশন সম্প্রতি তামাকের ক্ষতিহ্রাস সংক্রান্ত একটি বিতর্কিত প্রতিবেদন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে নীতি-নির্ধারকসহ সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। উল্লেখ্য, ২০২২ সালেও থলোস ফাউন্ডেশন স্বাস্থ্য অধিদপ্তর বরাবর একটি লিখিত মতামত পাঠায় যেখানে তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনী থেকে ই-সিগারেট এবং ভেপিংপণ্য নিষিদ্ধের ধারাটি বাদ দেয়ার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরা হয়
খসড়া তামাক নিয়ন্ত্রণ আইনে অন্তর্ভুক্ত প্রতিটি প্রস্তাব জনস্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত জরুরি এবং সময়োপযোগী। আমাদের প্রত্যাশা, তামাক কোম্পানির অপতৎপরতায় বিভ্রান্ত না হয়ে সরকার দ্রুততম সময়ের মধ্যে খসড়া আইন চূড়ান্ত করবে।