E-Newsletter: October 2023 | ||||
জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top মৃত্যু বিপণন-১ Death Marketing-1 মৃত্যু বিপণন-২ Death Marketing-2 Death Marketing Around |
||||
জনস্বাস্থ্য সবার উপরে
অতি সম্প্রতি ‘ল' অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট’ নামের একটি সংগঠন ই-সিগারেট ও ভেপিং পণ্য নিষিদ্ধকরণে সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠিয়েছে। এই পদক্ষেপকে সন্দেহের চোখে দেখছেন তামাকবিরোধী সংগঠনগুলো। কারণ, সরকার তামাক নিয়ন্ত্রণ আইন অধিকতর শক্তিশালীকরণের লক্ষ্যে ইতোমধ্যে সংশোধনী প্রক্রিয়া শুরু করেছে যেখানে ই-সিগারেট, ভেপিং, হিটেড টোব্যাকো প্রোডাক্টসহ এধরনের সকল পণ্যের উৎপাদন, আমদানি এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধের কথা বলা হয়েছে। আইনের খসড়া সংশোধনীটি ইতোমধ্যে বিভিন্ন ধাপ অনুসরণ করে বর্তমানে মন্ত্রিপরিষদ বৈঠকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এরকম একটি অনুকূল পরিস্থিতিতে, ই-সিগারেট ও ভেপিং বন্ধে নতুন করে আইনি নোটিশ প্রেরণের কোন যৌক্তিকতা থাকতে পারেনা। উল্লেখ্য, এই সংগঠনকে অতিতে কখনই কোন প্রকার তামাকবিরোধী কার্যক্রমে অংশগ্রহণ করতে দেখা যায়নি। কাজেই আপাতদৃষ্টিতে এই পদক্ষেপকে ই-সিগারেট ও ভেপিং বিরোধী মনে হলেও, তামাকবিরোধীরা এটাকে তামাক কোম্পানিগুলোর কূটকৌশল বলে মনে করছেন। বিগত আইন সংশোধনের সময়ও একটি সংগঠন কোম্পানির ফ্রন্ট হিসেবে আইনি পদক্ষেপ গ্রহণ করেছিল। |
||||