Sun Sun Sun Sun
E-Newsletter: December 2023
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

ব্রিটিশ আমেরিকান টোবাকো (বিএটি) এবং ফিলিপ মরিস (পিএমআই) বাংলাদেশে চলমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বিগত ২০২৩ সাল জুড়েই অত্যন্ত সক্রিয় ছিল। পিএমআই অর্থপুষ্ট ফাউন্ডেশন ফর এ স্মোক ফ্রি ওয়ার্ল্ড (এফএসএফডব্লিউ) গবেষণা, সামিট, গোলটেবিল বৈঠকবিশেষ ক্রোড়পত্র প্রকাশ প্রভৃতি কার্যক্রমে সহায়তা প্রদানের মাধ্যমে খসড়া সংশোধনী থেকে ই-সিগারেট ও ভেপিং পন্য নিষিদ্ধের প্রস্তাব বাদ দিতে জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। একই লক্ষ্যে বিএটির অর্থায়নে পরিচালিত ওয়ার্ল্ড ভেপারস অ্যালায়েন্স এর অফিসিয়াল পার্টনার ভয়েস অব ভেপারস বাংলাদেশ পিটিশন সাইন, মিডিয়া ক্যাম্পেইন এবং ফেসবুক ক্যাম্পেইন পরিচালনা করেছে। বাংলাদেশকে ভেপিংপণ্য সহায়ক নীতি গ্রহণের আহ্বান জানিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে টোব্যাকো হার্ম রিডাকশন ডট নেট। উল্লেখ্য, পেইজটির প্রতিষ্ঠাতা ডেলন হিউম্যান বিএটির কর্মকাণ্ডের সাথে ঘনিষ্টভাবে সম্পৃক্ত এবং গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক ডেরেক ইয়াক পিএমআই এর ফ্রন্ট গ্রুপ ‘এফএসএফডব্লিউ’ এর প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন
সংশোধনী ঘিরে নতুন বছরে কোম্পানিগুলোর হস্তক্ষেপ আরো তীব্র হবে। আমাদের প্রত্যাশা, সরকার কোম্পানির অপতৎপরতায় বিভ্রান্ত না হয়ে জনস্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ই-সিগারেট ও ভেপিং পণ্য নিষিদ্ধের বিধানসহ অবিলম্বে খসড়া সংশোধনীটি চূড়ান্ত করবে।