Sun Sun Sun Sun
E-Newsletter: April 2024
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনী থেকে ই-সিগারেট ও ভেপিং পন্য নিষিদ্ধের প্রস্তাব বাদ দেয়ার পক্ষে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সম্বলিত নিবন্ধকলাম প্রকাশ করে নীতিনির্ধারকদের বিভ্রান্ত করার জোর প্রচেষ্টা অব্যহত রেখেছে তামাক কোম্পানিগুলো। অতি সম্প্রতি ‘ধূমপান ছাড়ার কার্যকার হাতিয়ার ভেপিং’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে যেখানে বাংলাদেশ ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ট্রেডার্স অ্যাসোসিয়েশন— বেন্ডস্টা’র সভাপতি নীতিনির্ধারকদেরকে তামাকের ক্ষতি কমানোর কৌশল হিসাবে ভ্যাপিংপণ্যকে স্বীকৃতি দেওয়ার আহবান জানিয়েছেন।
বিড়ির ওপর কর কমানোর দাবিতে পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে। দাবির পক্ষে বিভ্রান্তিকর তথ্য-উপাত্ত ও যুক্তি উপস্থাপন করে সেগুলো গণমাধ্যমে প্রচারও করছে তথাকথিত এই সংগঠনটি।
আমাদের প্রত্যাশা, সরকার কোম্পানির অপতৎপরতায় বিভ্রান্ত না হয়ে ই-সিগারেট ও ভেপিং পণ্য নিষিদ্ধের বিধানসহ অবিলম্বে খসড়া সংশোধনীটি চূড়ান্ত করবে। পাশাপাশি জনস্বাস্থ্যের উন্নয়ন ও রাজস্ব আয় বৃদ্ধির জন্য তামাক কোম্পানির প্রভাব মুক্ত থেকে তামাক কর ও মূল্য পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করবে।