Sun Sun Sun Sun
E-Newsletter: June 2024
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

অতি সম্প্রতি সিগারেট ফিল্টার ও পাতলা প্লাস্টিক আবরণযুক্ত সিগারেট প্যাকেটকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি) হিসেবে শ্রেণীভুক্ত করেছে বাংলাদেশ। এসইউপি এর ব্যবহার বন্ধের লক্ষ্যে সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই উদ্যোগ গ্রহণ করেছে, যা অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিএইচও) কর্তৃক সিগারেট ফিল্টার ও ভেপোরাইজার নিষিদ্ধের সুপারিশের প্রেক্ষিতে ফেব্রুয়ারি ২০২৪ অনুষ্ঠিত ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ট্যোবাকো কন্ট্রোল (এফসিটিসি) কপ-১০ সভায় পরিবেশ সংক্রান্ত আর্টিক্যাল ১৮ এর অধিকতর বাস্তবায়নের লক্ষ্যে এ বিষয়ে যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশে এই সিদ্ধান্ত বাস্তবায়নে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাথে একাধিক বৈঠক করে প্রজ্ঞা। পরবর্তীতে ২৩-২৯ এপ্রিল ২০২৪ কানাডায় অনুষ্ঠিত ইন্টারগভর্মেন্টাল নেগোশিয়েটিং কমিটি বা ‘আইএনসি’ এর চতুর্থ সম্মেলনে সিগারেট ফিল্টারকে ক্ষতিকর প্লাস্টিক বর্জ্য হিসেবে শ্রেণীভুক্ত করার বিষয়ে শক্তিশালী অবস্থান গ্রহণ করে বাংলাদেশ।

সিগারেট ফিল্টার এসইউপি হিসাবে শ্রেণীভূক্তকরণ একটি যুগান্তকারী সিদ্ধান্ত। আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে এটি নিষিদ্ধ করে বিশ্বে প্রথম হওয়ার গৌরব অর্জন করবে বাংলাদেশ। তবে, তামাক কোম্পানিগুলো সরকারের এই উদ্যোগ নস্যাৎ করতে সর্বোচ্চ চেষ্টা করবে। এক্ষেত্রে সরকারি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সজাগ থাকার পাশাপাশি তামাকবিরোধী সংগঠনগুলোকে শক্তিশালী ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে।