Sun Sun Sun Sun
E-Newsletter: July 2024
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

খসড়া তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী থেকে ই-সিগারেট ও ভেপিংপণ্য নিষিদ্ধের বিধান বাদ দিতে মরিয়া কোম্পানিগুলো। সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিকে তামাকের ক্ষতিহ্রাসে বাংলাদেশকে ভেপিংপণ্য সহায়ক নীতি গ্রহণের পক্ষে ভিত্তিহীন তথ্য-উপাত্ত সম্বলিত বেশকিছু সাক্ষাৎকারনিবন্ধ প্রকাশিত হয়েছে। এসব কাজে যুক্ত ব্যক্তিরা তামাক কোম্পানির অর্থায়নে বাংলাদেশে অনুষ্ঠিত বিভিন্ন সামিট এবং ডায়ালগে নিয়মিতভাবে অংশগ্রহণ করে থাকে। ভয়েস অব ভেপারস (ওয়ার্ল্ড ভেপারর্স অ্যালায়েন্স-এর অফিসিয়াল পার্টনার, যার অর্থ সহায়তা আসে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) থেকে) এবং ফিলিপ মরিসের (পিএমআই) অর্থপুষ্ট গ্লোবাল অ্যাকশন টু এন্ড স্মোকিং এসব অনুষ্ঠানে সহায়তা প্রদান করে থাকে।
আমেরিকায় পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে মাত্র ১ বছরের ব্যবধানে আমেরিকায় স্কুল পড়য়াদের মধ্যে ই-সিগারেট ব্যবহার ৭৮% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ এখন তারুণ্য নির্ভর দেশ। কোম্পানির লক্ষ্য এই বিশাল জনগোষ্ঠীকে কিভাবে ভেপিংপণ্যে আসক্ত করা যায়। আশার কথা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পৃথিবীর ৩৪টি দেশের ন্যায় বাংলাদেশেও ই-সিগারেট ও ভেপিংজাতীয় পণ্য নিষিদ্ধ করার উদ্যোগ গ্রহণ করেছে, যা অত্যন্ত প্রশংসনীয়।