Sun Sun Sun Sun
E-newsletter: November 2014
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

মৃত্যু বিপণন-১

কনর্সাট স্থগিতে বাধ্য হলো ফিলিপ মরিস!!!

বাধ্য হয়েই ‘লাইভ ২ রক সিটি কনসার্ট’ স্থগিত করলো ফিলিপ মরিস। ১৪ নভেম্বর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কনসার্টের এই পর্বটি হওয়ার কথা থাকলেও তামাক বিরোধী সংগঠন আত্মা ও প্রজ্ঞা'র সময়োচিত তৎপরতার কারণে শেষপর্যন্ত অনুষ্ঠানটি স্থগিত করেছে ফিলিপ মরিস। ফেসবুকে রকসিটি ওয়েব পেজে কনসার্ট বন্ধ করার কারণ হিসেবে তারা উল্লেখ করেছে, This has been a disturbing year thanks to the universe coming upon us. Newton's third law states that every force has an equal and opposite force. And that opposite force is really picking up to well, stop the rock scene from growing positively. ..... This is something that we have never done|উল্লেখ্য, গত ৭ নভেম্বর রাজধানীর অল কমিউনিটি ক্লাব লি.-এ ‘লাইভ ২ রক সিটি কনসার্ট’ অনুষ্ঠিত হওয়ার পর থেকে আত্মা ও প্রজ্ঞা দেশের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কনসার্ট বন্ধের জন্য জোড় প্রচারণা শুরু করে এবং অবশেষে তামাক কোম্পানির এই আগ্রাসী কার্যক্রম স্থগিত করাতে সক্ষম হয়। এধরনের কনসার্টের আড়ালে তরুণ তরুণীদের মাঝে মার্লবোরো সিগারেটের প্রচার প্রচারণা চালানোই ছিল মূলত কোম্পানিটির মূল উদ্দেশ্য।