E-newsletter: March 2015 | ||||
জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top মৃত্যু বিপণন-১ Death Marketing-1 মৃত্যু বিপণন-২ Death Marketing-2 Death Marketing Around |
||||
মৃত্যু বিপণন-১স্পন্সর হিসেবে নাম সরাতে বাধ্য হলো ফিলিপ মরিস
গনমাধ্যমের চাপে আইনি দায় এড়ানোর জন্য ‘রক নেশন’ কনসার্টের স্পন্সর হিসেবে লাইভ স্কয়ারের ওয়েবসাইটে www.thelivesquare.com ব্যবহৃত নাম সরিয়ে নিতে বাধ্য হয়েছে ফিলিপ মরিস। উল্লেখ্য তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তামাক কোম্পানি কর্তৃক কোন অনুষ্ঠানের ব্যয়ভার বহন নিষিদ্ধ মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমেwww.facebook.com/tobaccoindutrywatchbd প্রজ্ঞা ক্যাম্পেইন শুর করলে গনমাধ্যমও তাৎক্ষনিকভাবে কনসার্টের আয়োজক লাইভ স্কয়ারের সাথে কথা বলে এবং এ বিষয়ে বেশ কিছু রিপোর্ট প্রকাশ করে। ফলে আজ (১৫ মার্চ) স্পন্সর হিসেবে ফিলিপ মরিসের নাম সরিয়ে ফেলেছে আয়োজক প্রতিষ্ঠানটি। নাম সরিয়ে নিলেও কনসার্ট বন্ধ করতে চাইবে না কোম্পানিটি। মৃত্যুবিপণনের এই উৎসব আয়োজন বন্ধ করতে সকলকে আরো সোচ্চার হতে হবে। |
||||