E-newsletter: August 2015 | ||||
জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top মৃত্যু বিপণন-১ Death Marketing-1 মৃত্যু বিপণন-২ Death Marketing-2 Death Marketing Around |
||||
মৃত্যু বিপণন-১বিএটিবি’র অবৈধ স্টিকার ক্যাম্পেইন
“প্রতি শলাকা পাইলট/হলিউড/ডার্বি এখন মাত্র ২ টাকা” লেখা সম্বলিত লিফলেটের মাধ্যমে আইন লঙ্ঘন করে নির্বিঘ্নে তামাকের প্রচারণা চালাচ্ছে বিএটিবি। এর মাধ্যমে তারা খুব সহজেই জানান দিচ্ছে বাজেটের ফলে তাদের এসব ব্রান্ডের দাম বাড়েনি। বাজেট প্রণেতাগণ যতই বলুক সিগারেটের দাম বেড়েছে আসলে তা কতটুকু বাস্তব সম্মত তামাক কোম্পানির এমন বেআইনি প্রচারণাই তার প্রমাণ। আমাদের বক্তব্য যেহেতু গতবছরের তুলনায় ভোক্তার আয় বেড়েছে অথচ এসব মৃত্যুঘাতী পণ্যের দাম বাড়েনি, সেহেতু এসবের প্রকৃতমূল্য এবছরে আরো কমেছে। ২ টাকা নয় বরং প্রকৃত অর্থে আরো কম দামেই তারা বিএটিবি’র এসব বিষপণ্য হাতে পাচ্ছে। তামাকের অবৈধ প্রচারণা বন্ধ ও সকল তামাকপণ্যে কার্যকরভাবে করারোপ করতে হবে। |
||||